কোয়েল-নিসপালের সন্তান রয়েছে ঠাকুমা-দাদুর হেফাজতে

0
194

নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ

কোভিড পজিটিভ কোয়েল মল্লিক, নিসপাল সিং, রঞ্জিত মল্লিক এবং দীপা মল্লিক এখন রয়েছেন হোম কোয়ারেন্টাইনে। দীপা এবং রঞ্জিত মল্লিক রয়েছেন তাঁদের গল্ফ ক্লাবের বাড়িতেই আর কোয়েল এবং নিসপাল রয়েছেন তাঁদের বালিগঞ্জের বাড়িতে।

Koel and Nispal | newsfront.co

নিসপাল সংবাদ মাধ্যমকে জানিয়েছেন কিছুদিন ধরে সর্দি-কাশি হওয়ায় ডাক্তার দেখাই। তিনি আমাদের কোভিড টেস্ট করতে বলেন। আমাদের চারজনের রিপোর্ট পজিটিভ এলেও আমাদের ছেলেটির নেগেটিভ আসে। আর তাই ওকে আর আমাদের কাছে রাখি না। আমার বাবা-মা সুস্থ। তাই ওদের হেফাজতেই এখন দিব্যি আছে সে।

Ranjit Mallick | newsfront.co

রঞ্জিত মল্লিক সংবাদ মাধ্যমকে জানান, এটা লুকিয়ে রাখার বিষয় নয়। আর তাই আমরা নিজেরাই সকলকে জানিয়েছি আমাদের আক্রান্ত হওয়ার কথা। সচেতনতা খুব প্রয়োজন।

আরও পড়ুনঃ বাবা-মা, স্বামী-সহ করোনায় আক্রান্ত অভিনেত্রী কোয়েল মল্লিক

 

Koyel Mallick | newsfront.co

শরীর খারাপ লাগলে ডাক্তারের কাছে যাওয়া প্রয়োজন। তা হলেই সুস্থ হয়ে ওঠা সম্ভব। সঠিক চিকিৎসা হলেই দ্রুত নিরাময় হবে এই রোগের। আশা রাখছি আমরা খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠব।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here