কালিয়াগঞ্জের দুই গ্রামে কৃষক বন্ধু ক্যাম্পের আয়োজন

0
65

তপন চক্রবর্তী,উত্তর দিনাজপুরঃ

krishak bundhu camp at kaliaganj 2
নিজস্ব চিত্র

সোমবার কালিয়াগঞ্জের দিলালপুর ও চন্ডিপুরে শুরু হল কৃষক বন্ধু ক্যাম্প।রাজ্যের মুখ্যমন্ত্রী যে সমস্ত মানবিক প্রকল্প গুলি ঘোষণা করেছে তার মধ্যে কৃষক বন্ধু প্রকল্প অন্যতম।রাজ্যের কয়েক লক্ষ কৃষক এই প্রকল্পের মাধ্যমে ইতিমধ্যে উপকৃত হতে শুরু করে দিয়েছে।জানা যায় এই প্রকল্পের মাধ্যমে আজ থেকে সারা রাজ্যের যে ছোট ছোট কৃষকরা আছেন তারা তাদের কৃষি কার্যের সুবিধার্থে সরকার থেকে কিছু আর্থিক অনুদান পাবেন,যা দিয়ে কিছুটা আর্থিক সুবিধা পাবে।আরো জানা যায় এই প্রকল্পের মাধ্যমে যে সমস্ত কৃষকের ১ থেকে ৪০ শতক জমি আছে তারা খরিপ ও রবি মৌসুমে পাবে এক হাজার টাকা করে মোট ২ হাজার টাকা।আর যাদের এক একর পর্যন্ত জমি আছে তারা পাবে খরিপ মৌসুমে আড়াই হাজার টাকা ও রবি মৌসুমে পাবে আড়াই হাজার টাকা।আজ তারি লক্ষ্যে উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ ব্লকের বরুনা গ্রাম পঞ্চায়েতের দিলালপুর ও চন্ডিপুরে শুরু হলো একটি ক্যাম্প করে কৃষকদের সেই প্রকল্পের অনুদান দেওয়ার জন্য চলল ফর্ম ফিলাপের কাজ।ফলে প্রচুর কৃষকদের দেখা যায় উৎসাহের সাথে সেখানে উপস্থিত হয়ে প্রকল্পের ফর্ম ফিলাপ করতে।আজ এই ক্যাম্পে উপস্থিত ছিলেন কালিয়াগঞ্জ ব্লকের কৃষি আধিকারিক গোপাল চন্দ্র ঘোষ,উত্তর দিনাজপুর জেলা পরিষদের সদস্য দোধী মোহন দেব শর্মা। এক সাক্ষাৎকারে দোধী বাবু বলেন “রাজ্যের মুখ্যমন্ত্রীর আন্তরিক উদ্যোগ এর ফলে বিভিন্ন প্রকল্পের মাধ্যমে আজ রাজ্যের লক্ষ লক্ষ কৃষকের সাথে সাথে প্রচুর সাধারণ মানুষ উপকৃত হচ্ছে।”

krishak bundhu camp at kaliaganj
ফর্ম ফিলাপ করছেন আগ্রহী কৃষকরা। নিজস্ব চিত্র

আরও পড়ুনঃ বালুরঘাটে শ্রমিক মেলা

কালিয়াগঞ্জ ব্লকের কৃষি আধিকারিক গোপাল চন্দ্র ঘোষ জানান,আজকে এই ক্যাম্পের এর মাধ্যমে যে সমস্ত কৃষকরা রাজ্য সরকার কৃষক বন্ধু প্রকল্প ফর্ম ফিলাপ করেছে তাদের আগামী পয়লা ফেব্রুয়ারি এখানেই আবার ক্যাম্প করে তাদের হাতে চেক দেওয়া হবে।তিনি বলেন ইতিমধ্যে রাজ্য সরকারের এই প্রকল্প কৃষকদের মধ্যে দারুণ জনপ্রিয়তা লাভ করেছে ।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here