নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ
আজ নজরুল জয়ন্তী। ১৮৯৯-এর ২৫ মে আবির্ভাব বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের। তিনি গেয়েছিলেন ‘সাম্যের গান’। আজন্ম বিদ্রোহী কবি মানেননি কোনও ধর্মের বেড়াজাল। ‘ভগবান বুকে পদচিহ্ন’ এঁকে দেওয়ার স্পর্ধা দেখাতে পারতেন তিনি। আবার তিনিই দৃপ্ত কণ্ঠে বলতে পারতেন- “সমাজের সবচেয়ে প্রান্তিক মানুষের ঘরে যদি ঈদ না আসে তাহলে সে ইদের আনন্দ মিথ্যে।”…
আজ সেই বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের ১২১ তম জন্মদিনে খুশির ইদের মুহূর্তে ‘টিভিওয়ালা মিডিয়া’ টিম স্মরণ করতে চায় সেইসব মানুষদের যাঁরা আমাদের মুখে অন্ন তুলে দেন। সবার ঘরে ইদের খুশি উপচে পড়ুক এই আশা নিয়ে কবির লেখা বিখ্যাত কবিতা ‘কৃষকের ঈদ’ নতুনরূপে নিয়ে এল অমিত গাঙ্গুলি ও তাঁর ‘টিভিওয়ালা মিডিয়া’ টিম। দুই বাংলার কর্মকাণ্ড মিলেমিশে একাকার হল সেখানে।
আরও পড়ুনঃ কী লেখা আছে ‘লকডাউন ডায়েরিজ’এ?
বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের এই কবিতাতে কণ্ঠ দিয়েছেন বাংলাদেশের আসিফ আকবর এবং এ দেশের নচিকেতা চক্রবর্তী। সঙ্গীত সমন্বয়ে জুয়েল মুরশেদ। আবহে নাভেদ পারভেজ। স্যান্ড আর্টে কৌশিক। সম্পাদনায় অনির্বাণ মাইতি। গ্রাফিক্স প্যাকেজিং-এ ছায়া ও ছবি। কার্যনির্বাহী প্রযোজক সায়ন চক্রবর্তী এবং তনভির সানি। দৃশ্যায়ণে শৌভিক দাশগুপ্ত।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584