কালনা ২ ব্লক কৃষিমেলায় চার কৃষক পেল কৃষিরত্ন

0
63

শ্যামল রায়,কালনাঃ

বুধবার কালনা ২ ব্লক কৃষি দফতরের উদ্যোগে কৃষি মেলার উদ্বোধন হল।মেলার উদ্বোধন করেন সাংসদ সুনীল মণ্ডল।উপস্থিত ছিলেন জেলা পরিষদের সহসভাপতি দেবু টুডু সমষ্টি উন্নয়ন আধিকারিক মিলন দেবঘড়িয়া,প্রণব রায়, বিধায়ক বিশ্বজিৎ কুণ্ডু, প্রধান নীলিমা কূপটি , কৃষি আধিকারিক ভাস্কর দেব ও মহকুমা কৃষি আধিকারিক নিলয় কর সহ অনেকে।
কৃষি মেলার উদ্বোধন কালে সাংসদ সুনীল মণ্ডল

কৃষি মেলার উদ্বোধন।নিজস্ব চিত্র

জানিয়েছেন যে, বিগত দিনের থেকে বর্তমান আমাদের সরকারের আমলে কৃষকরা নানান ধরনের সরকারি প্রকল্পের সুযোগ পাচ্ছেন এবং নতুন নতুন প্রযুক্তিতে চাষিরা চাষাবাদ করে অনেকটাই স্বাবলম্বী হয়ে সংসারে হাসি ফুটিয়েছেন।অমৃত কৃষি উন্নয়ন সমবায় সমিতির মধ্যে দিয়ে কৃষকরা অনেক সুবিধা পাচ্ছেন যাকে না পূর্বতন বাম আমলে পেতেন না। দেবু টুডু বলেন বর্তমান অত্যাধুনিক প্রযুক্তিতে ধান কাটা বা ধান ঝাড়া এর যে পদ্ধতি নিশ্চয়ই প্রশংসনীয় কিন্তু চাষিদের কাছে অনুরোধ রাখেন জমিতে যে ঘর পড়ে থাকে তা যেন পুড়িয়ে না দেওয়া হয় কারণ ওই খড় পচিয়ে জৈবসার তৈরি করলে জমিতে সারের দরকার হয় না,তিনি আবেদন রাখেন চাষিদের কাছে জৈব সার ব্যবহার করার।প্রণব রায় চাষীদের উদ্দেশ্যে জানান আগামী দিন বিকল্প চাষের মধ্যে দিয়ে চাষের উন্নতি ঘটাতে হবে এবং শুধু কৃষি সরঞ্জাম নিয়ে বাড়িতে ফেলে রাখলেই চলবে না আধুনিক প্রযুক্তিতে চাষ আবাদের মধ্যে দিয়ে চাষের উৎপাদন বাড়াতে হবে।তিনি আরো উল্লেখ করেন সরকারের তরফ থেকে সাত লক্ষ টাকা দেয়া হচ্ছে সেই বরাদ্দকৃত অর্থে  গ্রীনহাউস ব্যবহারের কথা বলেন।
কৃষি মেলার উদ্বোধনকালে ব্লকের চারজন কৃষককে কৃষি রত্ন দেওয়া হয় এদিন আগামীকাল মৎস্য এবং শেষদিন প্রাণী দফতর থেকে অনুষ্ঠান থাকবে কৃষি মেলায়। মেলা চলবে আগামী শুক্রবার পর্যন্ত।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here