চন্দ্রকোনা ১নং ব্লকের কৃষ্ণপুর বাজার বন্ধ করল পুলিশ

0
119

নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ

krishnapur market | newsfront.co
নিজস্ব চিত্র

করোনা ভাইরাসের সতর্কতায় দেশজুড়ে চলছে লকডাউন! তবে এই লকডাউনের মধ্যেও বুধবার পর্যন্ত সম্পূর্ণ সচল ছিল পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা ১নং ব্লকের কৃষ্ণপুর বাজার। বৃহস্পতিবার থেকে পুলিশ প্রশাসনের কড়া নির্দেশিকায় বন্ধ হয়ে গেল কৃষ্ণপুরের ব্যস্ততম বাজারটি।

people panic | newsfront.co
নিজস্ব চিত্র

আরও পড়ুনঃ সামাজিক দূরত্ব মেনে চলতে বাজারগুলিতে আবেদন প্রশাসনের

পাশাপাশি লকডাউন যাতে সম্পূর্ণ সফল হয় সে বিষয়টিও নিশ্চিত করা হল পুলিশ প্রশাসনের তরফে। প্রসঙ্গত চন্দ্রকোনা ১ নম্বর ব্লকের একটা বড় অংশের মানুষ নির্ভরশীল ছিল এই কৃষ্ণপুর বাজারের ওপর। তবে লকডাউন পরিস্থিতিকে মাথায় রেখেই নেওয়া হল এই সিদ্ধান্ত। পুলিশের পক্ষ থেকে জানানো হয় যে চন্দ্রকোনা ১ নং ব্লকের কৃষ্ণপুর বাজারটিতে প্রতিদিন হাজার হাজার মানুষ লকডাউন কে উপেক্ষা করে বাজার করতে আসতেন।

পুলিশের পক্ষ থেকে লকডাউন মেনে সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য বারবার আবেদন জানানো হলে ও কেউ তা মেনে চলতেন না। যার ফলে করোনা ভাইরাসের আতংক ওই এলাকায় ছড়িয়ে পড়ে।তাই চন্দ্রকোনা টাউন থানার পুলিশের পক্ষ থেকে বৃহস্পতিবার কৃষ্ণপুর বাজারটি বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। যার ফলে ওই বাজার বন্ধ থাকবে বলে বাজার কমিটির পক্ষ থেকে এলাকায় মাইকিং করে প্রচার করে জানিয়ে দেওয়া হয়।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here