নিজস্ব সংবাদদাতা, বহরমপুরঃ
অগ্নিযুগের অগ্নিশিশু ক্ষুদিরাম স্মরণে বহরমপুর ক্ষুদিরাম মূর্তির পাদদেশে স্মরণ অনুষ্ঠান করল বহরমপুর টাউন মনীষা স্মারক সংস্থা। অগ্নিযুগের অাগুনঝরা দিনগুলিকে স্মরণে রাখতে ঘটেছে ছেদ। দেশ স্বাধীন,কিন্তু চিন্তার গ্লানি,ক্ষয় ঘটে চলেছে অহরহ।চলতি স্রোতের বিপরীতে বইতে বইতে কিছু কিশোরের অক্লান্ত পরিশ্রমে গড়ে ওঠে এক মূর্তি-বিপ্লবের মূর্ত প্রতীক।একশো দশ বছরের অতিক্রান্তি। রক্তমাংসের অবয়ব নেই,মূর্তি আছে। আর আছে শিক্ষা।সেই শিক্ষাকে পাথেয় করেই বহরমপুর টাউন মনীষা স্মারক সংস্থার ক্ষুদিরাম স্মরণ অনুষ্ঠান।সভায় সভাপতিত্ত্ব করেন টাউন মনীষা স্মারক সংস্থার সভাপতি কুনাল বিশ্বাস।
টুকরো টুকরো গল্প কথায় বক্তব্য রাখেন বিশিষ্ট ডাক্তার শ্রীকান্ত চ্যাটার্জী। ইতিহাসের পাতা থেকে গল্প কথা তুলে মেলে ধরেন শ্রোতাদের কাছে। সঙ্গীত পরিবেশন করেন মহলন্দির ক্রীড়া সংস্কৃতি সমাজকল্যান সংস্থা ‘আলোর ঠিকানা’র পক্ষে বেনজির আলি ও বিশিষ্ট গণসংগীত শিল্পী অমিতাভ মন্ডল, অর্কপ্রভ আবৃত্তি পরিবেশন করেন শাঁওলি পারভিন।সভার প্রধান বক্তা, কৃষিবিজ্ঞানী মৃদুল দাস বলেন,স্বাধীনতা সংগ্রামীদের স্বপ্নের বুকে ছুরি মেরে আনার স্বাধীনতায়,পালিত হবে ১৫ আগস্ট, ৭২ তম স্বাধীনতা দিবস।
লালকেল্লায় পতাকার উড়বে,হবে কুচকাওয়াজ,সেনা মহড়া, কিন্তু আসামসহ বিভিন্ন প্রদেশে মানুষের কান্না মোছাবেনা কেউ। দেশনেতারা স্বাধীনতা সংগ্রামীদের স্বপ্নের বিরোধী,ভারতবর্ষের সংস্কৃতির বিরোধী।অনুষ্ঠান শেষে পথ নাটিকা পরিবেশন করে কান্দির চরণিকা নাট্যগোষ্ঠি।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584