করোনা আতঙ্কে রায়গঞ্জে বন্ধ পক্ষীনিবাস, সিনেমা হল

0
96

প্রীতম সরকার, উত্তর দিনাজপুরঃ

করোনা আতঙ্কের জেরে রায়গঞ্জের বিখ্যাত কুলিক পাখিরালয় আপাতত সাধারণ মানুষের জন্য বন্ধ করার সিদ্ধান্ত নিল বনদফতর। মঙ্গলবার থেকেই এই পাখিরালয় বন্ধ করেছে রায়গঞ্জ ডিভিশনের বনদফতর। সাধারণত বিভিন্ন জায়গা থেকে এই পাখিরালয়ে বেড়াতে আসেন সাধারণ মানুষ।

kulik bird park closed for coronavirus | newsfront.co
নিজস্ব চিত্র

তাঁদের মধ্যে যাতে কোনওভাবেই করোনা ভাইরাসের সংক্রমণ ছড়িয়ে না পড়ে, তা নিশ্চিত করতে এই সিদ্ধান্ত নিয়েছে বনদফতর। সরকারের আগামী নির্দেশ আসা পর্যন্ত এই পাখিরালয়ের গেট সাধারণ মানুষের জন্য বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।এশিয়ার অন্যতম বৃহৎ পাখিরালয় রয়েছে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ শহরে। ১৩১ হেক্টর বনাঞ্চল নিয়ে এই পাখিরালয়৷ স্বাভাবিক নিয়মে, মে মাসের মাঝামাঝি সময়ে বিভিন্ন প্রজাতির পাখি এখানে আসে প্রজনন এবং বংশবিস্তারের জন্য। শীতের সময় অন্যত্র চলে যায় পাখিরা।

kulik bird park closed for coronavirus | newsfront.co
নিজস্ব চিত্র

শামুকখোল, নাইট হিরন, ইগ্রেট প্রজাতির পাখিই মূলত এখানকার বাসিন্দা। ১৯৭০ সাল থেকে পশ্চিমবঙ্গ সরকারের সামাজিক বনায়ন প্রকল্পের মাধ্যমে এই এলাকায় উন্নতি শুরু হয় । কুলিক নদীর পাশে গড়ে ওঠার কারণেই এর নাম কুলিক পাখিরালয় । সব মিলিয়ে প্রায় দেড়শো প্রজাতির পাখির আবাসস্থল এই পাখিরালয় । নানা প্রজাতির পাখি দেখতে দেশ-বিদেশ থেকে এই পাখিরালয়ে বহু পর্যটক আসেন।

kulik bird park closed for coronavirus | newsfront.co
নিজস্ব চিত্র

এখানে পর্যটকদের থাকার জন্য পশ্চিমবঙ্গ সরকারের পর্যটন বিভাগের অতিথিশালা রয়েছে। এর পাশাপাশি কুলিক পাখিরালয়ের ভিতরে রয়েছে সরকারি বাংলো। আগের থেকে বুকিং করা হলে সেখানেও থাকতে পারে সাধারণ মানুষ। যদিও এমন দর্শনীয় স্থান থেকে বর্তমানে বঞ্চিত থাকতে হবে সাধারণ মানুষকে ৷ বেশিরভাগ দিনই এই কুলিক পাখিরালয়ে প্রচুর মানুষ ভিড় করে। সপ্তাহান্তে এই ভিড় আরও বেড়ে চলে।

আরও পড়ুনঃ স্বাস্থ্য কর্মীদের নিয়ে প্রশিক্ষণ শিবিরে যোগ ” হু “-র প্রতিনিধি দলের

তবে বর্তমানে করোনা ভাইরাসের জেরে জমায়েত এড়াতে এই পাখিরালয়ের গেট পুরোপুরি ভাবে বন্ধ করেছে বনদফতর। এই বিষয়ে রায়গঞ্জ কুলিক ফরেস্টের রেঞ্জ অফিসার প্রমিকা লামা বলেন ,” সরকারি নির্দেশিকা মেনেই করোনা ভাইরাসের প্রকোপ থেকে সাধারণ মানুষকে দূরে সরিয়ে রাখার জন্যই আমরা আপাতত কুলিক পাখিরালয়ের গেট সাধারণ মানুষের জন্য বন্ধ করেছি। আগামী নির্দেশিকা আসা পর্যন্ত আমরা এই গেট খুলছি না। কোনওভাবেই কোনও ভাইরাসের সংক্রমণে যাতে কেউ অসুস্থ না হয়ে পড়ে তা নিশ্চিত করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ।”

অন্যদিকে, করোনা ভাইরাসের জন্য রায়গঞ্জে জারি হল শতর্কতা। আগামী ৩১ মার্চ পর্যন্ত মিটিং, মিছিল, সিনেমা প্রদর্শন ও জমায়েত নিষিদ্ধ ঘোষনা করল রায়গঞ্জ পুরসভা।

সারা বিশ্বে নোভেল করোনা ভাইরাসের জেরে প্রায় দুই লক্ষেরও বেশি মানুষ আক্রান্ত। ভারতেও আক্রান্তের সংখ্যা ১৫৪ মত।এমন অবস্থায় রাজ্য সরকার সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান সহ সাধারন মানুষ ও সরকারী কর্মচারীদের সুরক্ষার কথা ভেবে নানা রকম পদক্ষেপ গ্রহণ করেছে, সেই পথে এবার হাঁটলো রায়গঞ্জ পুরসভা।

পুরসভা তরফ থেকে জানানো হয়েছে মিটিং, জমায়েত, সিনেমা প্রদর্শন আপাতত ৩১ মার্চ পর্যন্ত বন্ধ থাকবে সাধারন মানুষের সুরক্ষার কথা ভেবে। পাশাপাশি, করোনা মোকাবিলায় শহরের ১০ জায়গায় সাবান জলের ব্যবস্থা করল রায়গঞ্জ পুরসভা। বৃহস্পতিবার সকাল থেকে শহরের দশ জনবহুল এলাকায় এই সুবিধা পাবেন শহরবাসী।

এদিকে বুধবার দিনই করোনা সতর্কতায় শহরের সিনেমা হল, থিয়েটার, মিটিং ও যেকোনো রকম জমায়েতে নিষেধাজ্ঞা জারি করেছে রায়গঞ্জ পুরসভা। রাজ্য সরকারের নির্দেশ অনুসারে এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন রায়গঞ্জ পুরসভার পুরপতি সন্দীপ বিশ্বাস।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here