নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ
দেশের ভয়ঙ্কর করোনা পরিস্থিতি মোকাবিলায় দেশের অসহায় মানুষদের পাশে সাহায্যের হাত বাড়িয়ে দিল ঝাড়গ্রাম জেলার কুলটিকরি টিচার ট্রেনিং ইনস্টিটিউট অফ হায়ার স্টাডিজ (কুলটিকরি বি.এড ও ডিএড কলেজ)।
যদিও বুধবার কলেজ কর্তৃপক্ষ তরফে প্রধানমন্ত্রীর ত্রান তহবিল “পি এম কেয়ার্স”এ তথা প্রধান মন্ত্রীর ত্রাণ তহবিলে কুলটিকরি টিচার ট্রেনিং ইনস্টিটিউট অফ হায়ার স্টাডিজের (কুলটিকরি বি.এড ও ডিএড কলেজর) পক্ষ থেকে সমস্ত শিক্ষক শিক্ষিকা এবং কলেজ কর্তৃপক্ষের যৌথ উদ্যোগে, ৭৫ হাজার টাকা বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংকের কুলটিকরি শাখার মাধ্যমে কলেজের সভাপতি মমতা বারিক পাঠান।
আরও পড়ুনঃ মুখ্যমন্ত্রীর তহবিলে মৌপাল দেশপ্রাণ বিদ্যাপীঠের সাথে ত্রাণ দিল ঠিকাদার সংগঠনও
এদিন শ্রীমতী বারিক এই অসময়ে দুঃস্থদের জন্য সকলকেই সাধ্য মতো সাহায্য দিয়ে পাশে থাকার জন্য আর্জিও করেন। এমনকি মারণ সংক্রমণের হাত থেকে রক্ষা পেতে বাড়িতে থাকার জন্য আবেদন জানান এবং সবার সুস্থ থাকার কুশল কামনাও করেন তিনি।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584