নিজস্ব সংবাদদাতা,দক্ষিণ দিনাজপুরঃ
১৪ই ফেব্রুয়ারী বৃহস্পতিবার বিকেলে কাশ্মীরের পুলওয়ামাতে জইশ-ঈ-মহম্মদ জঙ্গি সংগঠনের সন্ত্রাসবাদীরা কাপুরুষের মতন যেভাবে ভারতের ৫৪ নং সিআরপিএফ জওয়ান ব্যাটেলিয়নের প্রায় ৪৪ জনকে নৃশংসতার সাথে হত্যা করে সেই ঘটনাকে মানতে পারেনি।তাই ভারতবর্ষের প্রতিটি দেশবাসী দেশ জুড়ে সর্বত্র বীর শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি জানিয়ে বিভিন্ন জায়গায় মৌনমিছিল ও মোমবাতি মিছিল বের করে।কুমারগঞ্জে ব্লক তৃণমূল কংগ্রেস এর উদ্যোগে প্রায় ১০০০ জন কর্মীদের নিয়ে বের হয় মৌন মিছিল।এই মিছিল এ নেতৃত্ব দেন পূর্ত কর্মাধক্ষ্য মফিজ উদ্দীন মিঞা,এমএলএ তোরাফ হোসেন মন্ডল,বিশিষ্ট সমাজসেবী নিখিল সিংহ রায় প্রমুখ।মিছিল গোপালগঞ্জ নাককাটি হয়ে কুমারগঞ্জ বাসস্ট্যান্ড ঘুরে পৌঁছে গোপালগঞ্জ বাসস্ট্যান্ড।
আরও পড়ুনঃ তমলুক আদালতের আইনজীবীদের মৌন মিছিল
সেখানে মোমবাতি জ্বালিয়ে,জাতীয় সংগীত সবাই এক সাথে গেয়ে এক মিনিট নিরবতা পালন করে শহীদ বীর সন্তান দের স্মরণ করা হয়।পাশাপাশি বীর শহীদ জওয়ান অমর রহে,জয় হিন্দ,জয় জওয়ান ধ্বনিতে সবাই ছিল মুখরিত।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584