‘ধর্মান্ধ’, ‘গোঁড়া’ বদনামঃ ওয়াসিম জাফরের পাশে কুম্বলে-মনোজ

0
81

অঞ্জন চট্টোপাধ্যায়, স্পোর্টস ডেস্কঃ

ওয়াসিম জাফর ক্রিকেটের আগে নিজের ধর্মকে প্রাধান্য দেন, এমনই অভিযোগে উত্তাল ভারতীয় ক্রিকেট মহল। ভারতের প্রাক্তন ওপেনার জাফর যদিও পাশে পেলেন অনিল কুম্বলে, বিদর্ভ দলের সতীর্থ, মনোজ তিওয়ারিদের। জাফরের বিরুদ্ধে ওঠা এমন অভিযোগ মানতে নারাজ তাঁরা।

Wasim Jaffer | newsfront.co

ভারতের প্রাক্তন অধিনায়ক কুম্বলে টুইট করে লেখেন, “পাশে আছি জাফর। ঠিক করেছ। ক্রিকেটাররা তোমার অভাব অনুভব করবে।”

মুম্বইয়ের হয়ে একাধিক রঞ্জি ট্রফি জয় রয়েছে জাফরের ঝুলিতে। ২০২০ সালে বিদর্ভর হয়ে খেলে অবসর ঘোষণা করেন তিনি। বিদর্ভর হয়ে রঞ্জি জয়ের কৃতিত্ব রয়েছে তাঁর। সেই দলে জাফরের শেষ অধিনায়ক ছিলেন ফৈয়জ ফয়জল।

আরও পড়ুনঃ আরসিবি’র ব্যাটিং কোচ বাঙ্গার

তিনি বলেন, “খবরটা শুনে চমকে গিয়েছিলাম। ৪ মরসুম খেলেছি ওর সঙ্গে। বিদর্ভ দলের প্রতিটি ক্রিকেটারের কাছে জাফর দাদার মতো। প্রকৃত ভদ্রমানুষ ও। কোনও ক্রিকেটারের সঙ্গে বৈষম্যমূলক আচরণ করতে দেখিনি ওকে।”

আরও পড়ুনঃ চেন্নাই টেস্টে হেরে রাঙ্কিংয়ে পিছিয়ে গেলেন বিরাট, পূজারারা

জাফরের পক্ষে টুইট করেন বাংলা দলের বহু দিনের যোদ্ধা মনোজও। তিনি লেখেন, “উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করছি ভারতীয় ক্রিকেটের অন্যতম তারকার বিরুদ্ধে ওঠা এমন অভিযোগের তদন্ত করে দেখার জন্য। উদাহরণ হয়ে থাকবে জাফর।”

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here