ওয়েবডেস্ক, নিউজফ্রন্টঃ
মানসিক নির্যাতনের ক্ষতিপূরণ বাবদ বিমানসংস্থা ইন্ডিগোকে আইনী চিঠি পাঠালেন হাস্যকৌতুক শিল্পী কুনাল কামরা। ক্ষতিপূরণ বাবদ ২৫ লাখ টাকা দাবি করেছেন বলে সংবাদসূত্রে জানা গেছে।
গত ২৮ জানুয়ারি ইন্ডিগো বিমান সংস্থার বিমানে করে দিল্লী থেকে লখনৌ যাচ্ছিলেন শিল্পী কুনাল।একই বিমানে সহযাত্রী ছিলেন সাংবাদিক অর্ণব গোস্বামী। কুণাল বিমানে সবার সামনেই অর্ণবকে কিছু প্রশ্ন করেন। হাস্যকৌতুক শিল্পীর প্রশ্নবানে অপ্রস্তুত সাংবাদিকের সেই ভিডিও ক্লিপস ছড়িয়ে পরে সোস্যাল মিডিয়ায়। এই ঘটনার পরেই কুনালের উপর ছয়মাসের নিষেধাজ্ঞা জারি করে ইন্ডিগো। এরপর ধীরে ধীরে স্পাইসজেট, গো এয়ার ও এয়ার ইণ্ডিয়া। কিন্তু কয়েক দিনের মধ্যেই নিষেধাজ্ঞার সময়সীমা ছয়মাস থেকে কমিয়ে একমাস করে ইণ্ডিগো।
ঘটনার বেশ কয়েকদিন পরেই মুখ খোলেন বিমানের ক্যাপ্টেন। তাতে তিনি দাবি করেন, ওই দিন কুনালের আচরণ অসৌজন্যমুলক হলেও তা বিমানের নিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ ছিল না, যাতে বিমান পরিচালনার ক্ষেত্রে ‘প্রথমশ্রেণীর দায়িতবজ্ঞানহীন যাত্রী ‘ বলে চিহ্নিত করা যায়। অসামরিক বিমান চলাচল নিয়ন্ত্রক সংস্থা ডিজিসিএ-র নির্দেশ অনুসারে শুধুমাত্র প্রথমশ্রেণীর দায়িতবজ্ঞানহীন যাত্রীর ক্ষেত্রেই উড়ানে নিষেজ্ঞা জারি করতে পারে বিমানসংস্থাগুলি। এক্ষেত্রে তা হয়নি বলেই দাবি করায় আইনি পথে এগোতে সুবিধা হয়েছে কুণালের।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584