আর্ট কলেজ-গ্যালারির দাবিতে পথে চিত্র প্রদর্শনী

0
136

মনিরুল হক, কোচবিহারঃ

road exhibition on demand of art college gallery | newsfront.co
নিজস্ব চিত্র

কোচবিহারের আর্ট গ্যালারির দাবিতে পথচিত্র প্রদর্শনী আয়োজন হল কোচবিহার সমকালীন শিল্প গোষ্ঠীর উদ্যোগে। বুধবার কোচবিহার শহরের উত্তরবঙ্গ রাষ্ট্রীয় গ্রন্থা গারের সম্মুখে এই কর্মসূচী আয়োজন হয়। এখানে শিল্পীরা ছবি আঁকেন ও প্রদর্শন করেন।

road exhibition on demand of art college gallery | newsfront.co
নিজস্ব চিত্র

শিল্পীদের দাবী রাজার শহর কোচবিহার। তাই রাজকীয় ঐতিহ্যরক্ষায় এখানে একটা আর্ট গ্যালারি গড়ে তোলা প্রয়োজন। শিল্প কলার মাধ্যমে সৃজনশীল মনোভাব তৈরি করার জন্য এই আর্ট গ্যালারির প্রয়োজন। এছাড়াও সমকালীন শিল্পীরা মনে করেন উত্তরবঙ্গে কোনো আর্ট কলেজ নেই এখানে শিক্ষার্থীরা বঞ্চিত। উত্তরবঙ্গে বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয় থাকলেও পারফর্মিং আর্ট ও শিল্প শিক্ষার কোনো পরিকাঠাম নেই।

road exhibition on demand of art college gallery | newsfront.co
নিজস্ব চিত্র

আরও পড়ুনঃ হিলির যুবক যুবতীদের মানবিক মুখ

road exhibition on demand of art college gallery | newsfront.co
নিজস্ব চিত্র

তাই তাদের দাবী, ঐতিহ্যপূর্ণ একটি আর্ট গ্যালারি স্থাপন ও আর্ট কলেজ স্থাপন। উত্তরবঙ্গের ছাত্রছাত্রীরা জেলাতে তাদের শিক্ষা গ্রহণ করতে পারে। তাই শিল্পকলার পাঠক্রম চালু রাখার দাবী করেন আয়োজকরা। কোচবিহারে আর্ট গ্যালারি ও আর্ট কলেজ স্থাপনের দাবী দীর্ঘ দিনের। এই দিন ছবি একে ও প্রদর্শনের আয়োজন করে এই দাবীকে আরও নতুন মাত্রা দিল কোচবিহারের শিল্পীরা।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here