নিজস্ব সংবাদদাতা, ঝাড়গ্রামঃ
ঝাড়গ্রামে প্রস্তাবিত কেন্দ্রীয় বিদ্যালয়ের বিষয়ে জেলাশাসক আয়েষা রানির সঙ্গে কথা বলতে জেলা শাসকের অফিসে যান সাংসদ কুনার হেমব্রম। মিনিট কুড়ি কথা হয় তাদের মধ্যে। গত ৩রা জুলাই ‘অপমানে’র প্রতিবাদে জেলা কালেক্টরেটের সামনে ধরনায় বসেছিলেন কুনার।
তার দাবি ছিল, সাংসদ তহবিলের কাজের অগ্রগতির বিষয়ে জানতে চেয়ে, আগাম সময় নিয়ে গত ২রা জুলাই জেলাশাসকের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন তিনি। দেখা না পেয়ে পরেরদিন বসেছিলেন ধরনায়। এ দিন ফের জেলাশাসকের সঙ্গে দেখা করার আগাম সময় চান সাংসদ। এ বার অবশ্য দেখা হয়েছে। কথাও হয়েছে প্রায় ২০ মিনিট।
আরও পড়ুনঃ ঝাড়গ্রামে করোনা প্রতিরোধে আরো বেশি কড়াকড়ি পুলিশের
সাক্ষাৎ শেষে কুনার বলেন, গত বছর ঝাড়গ্রামে একটি কেন্দ্রীয় বিদ্যালয় স্থাপনের দাবি করেছিলেন তিনি। সেই প্রেক্ষিতে কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়নমন্ত্রী রমেশ পোখরিয়াল নিশঙ্ক, সম্প্রতি সাংসদকে চিঠি দিয়ে জানান, জেলা প্রশাসন বা রাজ্যের তরফে এমন কোনও প্রস্তাব তার দফতরে এসে পৌঁছয়নি।
এরপরই এদিন জেলাশাসকের সঙ্গে দেখা করার জন্য আগাম সময় চান সাংসদ। কেন্দ্রীয় বিদ্যালয়ের জমি চিহ্নিত করে রাখা হয়েছে বলে জেলাশাসক জানিয়েছেন। জেলা প্রশাসনের তরফে কেন্দ্রীয় বিদ্যালয় গড়ার জন্য প্রস্তাব পাঠানোর আশ্বাস দিয়েছেন জেলাশাসক।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584