সুদীপ পাল,বর্ধমানঃ
গুসকরায় ২বি জাতীয় সড়কের ওপর কুনুর নদীর সেতু উপরিভাগ সংস্কারের জন্য বন্ধ থাকবে। আউসগ্রাম ১ ব্লক কার্যালয় বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে কালীপুজোর পরে ৪ নভেম্বর থেকে ২৫ নভেম্বর পর্যন্ত বন্ধ থাকবে সেতু। সেতুর নিচের অংশ আগে মেরামত হয়েছে এবার উপরিভাগ সংস্কারের জন্য বন্ধ রাখা হবে বলে জানা যাচ্ছে। ব্লক কার্যালয়ের বৈঠকে বর্ধমান (উত্তর) মহকুমা শাসক পুষ্পেন্দু মন্ডল ছাড়াও গুসকরা পুরসভা, জাতীয় সড়ক কর্তৃপক্ষ, বাস মালিক সংগঠনের প্রতিনিধিরা, পুলিশ, ট্রাফিক সকলেই উপস্থিত ছিলেন।
আউসগ্রাম ১ ব্লকের বিডিও চিত্তজিৎ বসু বলেন, যাতায়াতের জন্য বিকল্প ব্যবস্থা নেওয়া হচ্ছে। সেতু বন্ধ থাকাকালীন কলকাতা থেকে বোলপুর, বীরভূম যাওয়ার গাড়িগুলি ঘুরিয়ে দেওয়া হবে বর্ধমানের নবাবহাট থেকে। অন্য গাড়িগুলি বেরেন্ডা দিয়ে যাতায়াত করানো হবে। স্থানীয় যাত্রীবাহী বাস সেতুর দুপাশ থেকে চালানো হবে। অর্থাৎ সেতুতে ফুটপাত দিয়ে চলাচল করে যাত্রীরা নদী পারাপার করবেন এবং বাস ধরবেন।
আরও পড়ুনঃ বেপরোয়া লরির ধাক্কায় মৃত ১,আহত ১৩
জানা যাচ্ছে, সেতুর উপরের ‘এক্সপানশন জয়েন্টগুলিও’ বদলাতে হবে। উল্লেখ্য, দক্ষিণবঙ্গের সাথে বীরভূমের যোগাযোগের অন্যতম প্রধান সেতু হলো এই কুনুর সেতু। আউসগ্রাম, মঙ্গলকোটের একাধিক মানুষ ব্যবসার কাজে যেরকম এই সেতুটিকে ব্যবহার করেন তেমনি শান্তিনিকেতন, তারাপীঠ যাওয়ার ক্ষেত্রে পর্যটকরা এই সেতু দিয়ে যান। সেতুবন্ধে ভোগান্তির আশঙ্কা করছেন অনেকেই। যদিও প্রায় চার দশক আগে সেতুটি নির্মাণ করা হয়, তারপর থেকে তেমনভাবে সংস্কার করা হয়নি। জনসাধারণের সুরক্ষার জন্য এই সংস্কারের কাজ নেওয়া হয়েছে বলে জানাচ্ছে প্রশাসন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584