তপন চক্রবর্তী,উত্তর দিনাজপুরঃ
বুধবার জেলা বিদ্যালয় ক্রীড়া পর্ষদের সুব্রত মুখার্জী কাপের ক্লাস্টার পর্যায়ের উত্তরবঙ্গ ভিত্তিক অনুর্ধ্ব-১৪(বয়েজ) বিভাগের ফাইনাল খেলার রায়গঞ্জ স্টেডিয়াম মাঠে উত্তর দিনাজপুর জেলার কুনোর কেসি বিদ্যালয় ৪-০গোলে জলপাইগুড়ি খারিজা বেরুবাড়ি উচ্চ বিদ্যালয়কে হারিয়ে চ্যাম্পিয়ানের মর্যাদা পায়।
উত্তর দিনাজপুর জেলার কুনোর কে সি বিদ্যালয়ের পক্ষে গোল গুলি করে বিপ্লব কিসকু-২টি,বিনয় হাসদা-১টি এবং দিলীপ মুর্মূ ১।বুধবার ফাইনালের আগে স্থান নির্ধারণী ম্যাচ অনুষ্ঠিত হয়।স্থান নির্ধারণী খেলায় মালদা ২-০গোলে শিলিগুড়িকে পরাজিত করে।
আজকের পুরস্কার বিতরণী সভায় উপস্থিত ছিলেন উত্তর দিনাজপুর জেলাবিদ্যালয় ক্রীড়া সংস্থার সম্পাদক প্রবীর গুহ।সংস্থার সহ সম্পাদক দীপক গুহ,উত্তর দিনাজপুর জেলা ক্রীড়া সংস্থার ফুটবল।সম্পাদক মিহির চন্দ্র দাশ, কালিয়াগঞ্জ ফুটবল অ্যাকাডেমির সম্পাদক তরুণ গুহ,উত্তর দিনাজপুর জেলা মহিলা ক্রীড়া সংস্থার সম্পাদিকা রেখা সরকার।
আরও পড়ুনঃ চ্যাম্পিয়ান গোপাল রায় মেমোরিয়াল
উত্তর দিনাজপুর জেলা বিদ্যালয় ক্রীড়া সংস্থার সম্পাদক প্রবীর গুহ বলেন,”উত্তরবঙ্গ ভিত্তিক অনুর্ধ্ব-১৪ বছর সুব্রত মুখার্জী ক্লাস্টার ফুটবল খেলাকে সফল করতে উত্তর দিনাজপুর জেলার আমাদের সংস্থার সকল সদস্যগন যে ভাবে সহযোগিতা করেছেন তা এক কথায় অভিনব।
উত্তরবঙ্গ ভিত্তিক অনুর্ধ্ব ১৪ ক্লাস্টার পর্যায়ের সুব্রত মুখার্জী কাপের ফাইনালে উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ ব্লকের কুনোর কে সি উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ান হওয়ায় উত্তরবঙ্গ ক্রীড়া পর্ষদের অন্যতম সদস্য অসীম ঘোষ কুনোর উচ্চবিদ্যালয়ের সমস্ত খেলোয়াড়দের অভিনন্দন জানান।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584