উচ্চ মাধ্যমিকে রাজ্যে সম্ভাব্য সপ্তম তমলুকের কুশল

0
33

নিজস্ব সংবাদদাতা, পূর্ব মেদিনীপুরঃ

করোনা আবহে শুক্রবার প্রকাশিত হয়েছে উচ্চ মাধ্যমিকের ফলাফল। তবে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে কোন রকম মেধাতালিকা প্রকাশ করা হয়নি এবছর। ইতিমধ্যে শুক্রবার বিকেল তিনটেয় সংসদের তরফ থেকে সাংবাদিক বৈঠক করে জানিয়ে দেওয়া হয়েছে এবছর উচ্চ মাধ্যমিকের সর্বোচ্চ নম্বর ৪৯৯।

kushal | newsfront.co
কুশল ভট্টাচার্য। নিজস্ব চিত্র

সেই নম্বরের ভিত্তিতে রাজ্যে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় সপ্তম স্থান অধিকার করেছে পূর্ব মেদিনীপুর জেলার তমলুকের ব‍্যাবর্ত্তাহাট আদর্শ হাইস্কুলের ছাত্র কুশল ভট্টাচার্য। কুশলের প্রাপ্ত নম্বর ৪৯৩। শুক্রবার বিকেলে অনলাইনের মাধ্যমে এই ফল জানতে পেরে খুশির হাওয়া বইতে শুরু করেছে গোটা এলাকায়।

family of kushal | newsfront.co
পরিবারের সাথে কুশল। নিজস্ব চিত্র

কুশলের বাবা অসিত ভট্টাচার্য পেশায় একজন মন্ডল শিল্পী। মাধ‍্যমিক পরীক্ষায় ৬৬৭ নম্বর পেয়েছিল কুশল। মাত্র কয়েক নম্বরের জন্য মেধাতালিকা হাতছাড়া হয়ে গিয়েছিল তার। কিন্তু বর্তমানে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় একেবারে রাজ্যের মধ্যে সপ্তম হয়ে খুশি তমলুকের কুশল ভট্টাচার্য।

আরও পড়ুনঃ উচ্চমাধ্যমিকে দক্ষিণ দিনাজপুরের নজরকাড়া রেজাল্ট

family | newsfront.co
নিজস্ব চিত্র

পড়াশোনার পাশাপাশি গল্পের বই ও সিনেমা দেখতে ভালো লাগে তার। প্রত্যেকদিন রাত জেগে পড়তো সে। বাড়িতে পড়াশোনার বিষয়ে সাহায্য করত পেশায় স্কুল শিক্ষক কাকু আদিত্য ভট্টাচার্য। স্বাভাবিকভাবে এই খুশির খবর ছড়িয়ে পড়তেই ব্যাপক উচ্ছ্বাসের আকার নিয়েছে গোটা এলাকায়।

আরও পড়ুনঃ মাধ্যমিকের পর উচ্চ মাধ্যমিকেও বাজিমাত অনিকের

কুশলের বাবা অসিত ভট্টাচার্য বলেন, “ছেলের এইরূপ সাফল্যে খুবই ভালো লাগছে। আমি ভাবতেই পারিনি এই ফল।” ফলের খবর জানতে পেরে কুশল বলেন, “এই ফলে খুবই ভালো লাগছে। দাদু এইসময় বেঁচে থাকলে আরও খুশি হতেন।”

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here