শিবশঙ্কর চ্যাটার্জ্জী, দক্ষিণ দিনাজপুরঃ
দক্ষিণ দিনাজপুর জেলার কুশমন্ডি ব্লকে কালিকামড়া গ্ৰাম পঞ্চায়েত মালিপাড়া ও বনপুকুর গ্ৰামে দিনের পর দিন ধরে দুটি অসহায় বৃদ্ধা অতি কষ্টে দিন কাটাচ্ছিলেন। লকডাউন ফলে ঠিক মতো খেতে পাচ্ছে না বলে জানান তারা। এদিন বৃদ্ধাদের কথা শুনে তাদের পাশে দাঁড়ালেন কুশমন্ডি গ্ৰাম কল্যান সোসাইটির সভাপতি বিষ্ণু সাহা।
এমনকি অসহায় বৃদ্ধাদের সঙ্গে কথা বলে, তাদের খাওয়ার ব্যবস্থা করেন তিনি। তবে এই প্রসঙ্গে আমিনা খতুন নামে অসহায় এক বৃদ্ধা জানান, “কুড়ি বছর ধরে বিছানা পড়ে আছি। আমাকে দেখার কোন লোক নেই।গ্ৰামবাসীদের সাহায্যে কোন মতে খেয়ে বেঁচে আছি। আমার ওষুধ কেনা তো বাদ দিলাম, আমার ঘরে খাবার কেনার মতনও কোন পয়সা নেই”।
আরও পড়ুনঃ গ্রীষ্মকালীন সংকট মেটাতে রক্তদান শিবিরের উদ্যোগ নিল জেলা পুলিশ
অপরদিকে আরও এক অসহায় বৃদ্ধা লতা মালাকার জানান,” তিন দিন ধরে না খেতে পেয়ে পড়ে রয়েছি”। যদিও এদিন সভাপতি বিষ্ণুবাবু নিজস্ব উদ্যোগে, অসহায় বৃদ্ধাদের হাতে খাওয়ার কিছু সামগ্ৰী তুলে দেন। শুধু তাই নয়, এদিন তিনি বনপুকুর গ্ৰামে গিয়ে মানবিক পরিচয় দেন।এর পাশাপাশি কুশমন্ডি ব্লক প্রশাসনের কাছে এই অসহায় পরিবারের জন্য সাহায্যের আর্জিও জানান বিষ্ণুবাবু ।
এছাড়াও এদিন এক গ্ৰামবাসী রেজাউল ইসলাম জানান, “এই দুই পরিবারে অসহায় বৃদ্ধারা এক বেলা খায়,আর এক বেলা না খেয়ে দিন কাটায়। প্রতিদিন কোন না কোন গ্ৰামের মানুষের সাহায্যে দিন চলে তাদের। তবে আমরা চাই, ব্লক প্রশাসন থেকে এই দুই পরিবারকে সাহায্য করা হোক।
তবে এ নিয়ে সভাপতি বিষ্ণুবাবু বলেন, সত্যি এই দুই পরিবারে লতা দেবী ও আমিনা দেবী খুবই কষ্টের মধ্যে দিয়ে দিন কাটাচ্ছেন। তবে তাদের হাতে বেশ কিছু খাদ্য সামগ্রী তুলে দিলাম। এমনকি আগামীদিনেও এই অসহায় মহিলাদের পাশে থাকবো বলেও জানান তিনি।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584