নিজস্ব সংবাদদাতা, স্পোর্টস ডেস্কঃ
প্রথম ম্যাচে জয়ের পরেই হার। কে এল রাহুলের ব্যাটে হার মানলো বিরাটের রয়্যাল চ্যালেঞ্জর্স বেঙ্গালুরু। আইপিএলে জয়ের খাতা খুললো কিংস ইলেভেন পাঞ্জাব। টস জিতে ফিল্ডিং নেন বিরাট।
তবে এদিন কোহলিকে ছন্দে পাওয়া গেলো না ফিল্ডিং করার সময় মিস করলেন দুটো ক্যাচ তবে এদিন পাঞ্জাব অধিনায়ক লোকেশ রাহুল ক্যাপ্টেন ইনিংস খেললেন। শত রান করে উড়িয়ে দিলেন তাঁর প্রাক্তন দলকে। একাই করলেন অপরাজিত ১৩২ রান। ভাঙলেন শচীন তেণ্ডুলকরের রেকর্ড।
ভারতীয়দের মধ্যে দ্রুততম দু’হাজার রান করার রেকর্ড গড়লেন। এই রেকর্ড গড়তে মাত্র ৬০টি ম্যাচ নিলেন তিনি। মাস্টার ব্লাস্টার এই রেকর্ড গড়েছিলেন ৬৩টি ম্যাচ খেলেপাঞ্জাবের দুই ওপেনার মায়াঙ্ক আগরওয়াল এবং রাহুল। দু’জনে মিলে ওপেনিং জুটিতে ৫৭ রান যোগ করেন। ২৬ রানে চাহালের বলে বোল্ড হন আগরওয়াল।
আরও পড়ুনঃ মোদীকে ইয়ো ইয়ো টেস্টের তাৎপর্য বোঝালেন বিরাট
এরপর তিন নম্বরে নামা নিকোলাস পুরানকে সঙ্গে নিয়ে দলের রান এগিয়ে নিয়ে যান রাহুল।২০ ওভারে তিন উইকেটে ২০৬ রানে থামে পাঞ্জাব ইনিংস। ব্যাট করতে নেমে শামি ও কোটরেলের পেস বোলিংয়ে ধরাশায়ী বেঙ্গালুরু ব্যাটিংব্যর্থ ফিঞ্চ, বিরাট, ডেভিলিয়ার্স, চেষ্টা করলেও কাউকে পাশে পান নি। ১৭ ওভারে ১০৯ রানে শেষ বেঙ্গালুরু। অশ্বিন চোট সারিয়ে নেমেই ২১ রানে ৩ উইকেট নেন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584