নিজস্ব সংবাদদাতা, স্পোর্টস ডেস্কঃ
প্রীতি জিন্টার কিংস ইলেভেন পাঞ্জাবের কাছে লড়াইটা ছিল ডু ওর ডাই। আর মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংসের কাছে ছিল আত্মমর্যাদার ম্যাচ কিন্তু রবিবার সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচটি হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিল প্রীতির পাঞ্জাব।
এদিন টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন ধোনি। প্রথমে ব্যাট করতে নেমে শুরুটা ভাল করলেও মাঝের ওভারে নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে থাকে পাঞ্জাব।
ভাল শুরু করেন দুই ওপেনার মায়াঙ্ক আগরওয়াল ও লোকেশ রাহুল তারা দুজন আউট হতেই এদিন ক্রিস গেইল ফ্লপ করে বসলেন তাও দীপক হুডার শেষ সময়ে ৩০ বলে ৬২ রানের ইনিংস কার্যত মান বাঁচায় পাঞ্জাবের তারা তোলে ২০ ওভারে ছয় উইকেটে ১৫৩।
আরও পড়ুনঃ পরের বছরও আইপিএল খেলবেন জানালেন মাহি
কম রানের লক্ষ নিয়ে খেলতে নেমে সিএসকের ঋতু রাজ গায়েকোড় ও ফাফ ডু প্লেসিস তান্ডব চালায় পাঞ্জাব বোলিংয়ের উপরে। মাত্র ২ রানের জন্য অর্ধশত রান মিস করেন ডু প্লেসিস।
আরও পড়ুনঃ দল নির্বাচনে তার ভোট নেই তাই রোহিতের বিষয়ে তিনি কিছু জানেন না, বলছেন শাস্ত্রী
যদিও ঋতুরাজ ও রায়াডু চেন্নাইকে জয় এনে দেয়। এবারও হল না পাঞ্জাবের আইপিএল জয় প্রথম দিকে খারাপ খেলে মাঝের দিকে উঠে এসে পরে আর ফর্ম ধরে রাখতে ব্যর্থ প্রীতির দল।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584