শুভম বন্দ্যোপাধ্যায়, কলকাতাঃ
পরিস্থিতি একটু স্বাভাবিক হতে ফের নিজস্ব মূর্তি ধরতে শুরু করেছে বেসরকারি স্কুল গুলি। হাইকোর্ট একদিকে অভিভাবকদের নির্দেশ দিয়েছিল বকেয়া ফি মিটিয়ে দিতে হবে, আবার অন্যদিকে ফ্রী বাকি থাকলে শিশুদের ক্লাস থেকে বার করা যাবে না বলে জানিয়েছিল। এ বিষয়ে অভিভাবক এমন স্কুল কর্তৃপক্ষদের আলোচনা সাপেক্ষে পথ বার করার কথা বলেছিল শীর্ষ আদালত। কিন্তু এবার অভিভাবকদের বকেয়া ফি মিটিয়ে দেওয়ার অন্তিম দিন জানিয়ে দিল লা মার্টিনিয়ার স্কুল।
স্কুলের তরফে অভিভাবকদের পাঠানো ওই মেলে জানানো হয়েছে, ৩০ নভেম্বরের মধ্যে বকেয়া ফি দিতে হবে। ফি না দিতে পারলে ৮ ডিসেম্বরের পর থেকে ক্লাসে অংশগ্রহণ থেকে বাদ যেতে পারেন পড়ুয়ারা। বুধবার থেকে এমনই নোটিশ অভিভাবকদের ইমেল মারফত পাঠাতে শুরু করেছে লা মার্টিনিয়ার স্কুল কর্তৃপক্ষ।
আরও পড়ুনঃ বেলদা-খড়্গপুর শাখায় গড়াল না রেলের চাকা, বিক্ষোভ
এ প্রসঙ্গে লা মার্টিনিয়ার স্কুলের সেক্রেটারি সুপ্রিয় ধর বলেন ” হাইকোর্টের নির্দেশ রয়েছে, সেই অনুযায়ী আমরা ৩০ নভেম্বরের মধ্যে বকেয়া ফি দিতে বলেছি। এই সময়সীমার মধ্যে যদি কেউ বকেয়া ফি না দিতে পারে তাহলে ৮ ডিসেম্বরের পর থেকে ক্লাসে অংশগ্রহণের সুযোগ তাকে নাও দেওয়া হতে পারে। আমরা যে নোটিসটি দিয়েছি তা পুরোটাই হাইকোর্টের নির্দেশ মোতাবেক।”
এ প্রসঙ্গে স্কুল কর্তৃপক্ষের দাবি প্রায় সাড়ে ৫ কোটি টাকা ফি বকেয়া রয়েছে। তবে শুধুমাত্র লকডাউন এর সময় থেকে নয়, লকডাউনের অনেক আগে থেকেই অনেক অভিভাবকই ফি দেননি। তাই অভিভাবকদের ইমেল মারফত এই নোটিস পাঠানো হচ্ছে বলেই দাবি স্কুল কর্তৃপক্ষের।
আরও পড়ুনঃ ‘দেখবি জ্বলবি,লুচির মত ফুলবি’ ঘাটালে বিজয়া সম্মিলনী অনুষ্ঠানে বললেন শুভেন্দু
হাইকোর্টের নির্দেশ মোতাবেক লা মার্টিনিয়ার স্কুল কর্তৃপক্ষ ইতিমধ্যেই রিভাইজড ফি স্ট্রাকচার ও করেছে বলে দাবি স্কুল কর্তৃপক্ষের। সেই রিভাইজড ফি স্ট্রাকচার অনুযায়ী বকেয়া ফি দেওয়ার কথা বলা হয়েছে অভিভাবকদের বলেই জানিয়েছেন স্কুলের সেক্রেটারি।
যদিও স্কুল কর্তৃপক্ষের তরফে এই ধরনের নোটিশ জারির পর পরই পাল্টা কৌশল নিতে শুরু করেছেন অভিভাবকদের অ্যাসোসিয়েশনগুলিও।
ইউনাইটেড গার্জেন অ্যাসোসিয়েশনের তরফে বৃহস্পতিবারই শিশু সুরক্ষা কমিশনের কাছে ডেপুটেশন ও অভিযোগ জানানো হয়। পরবর্তী পদক্ষেপ চিন্তাভাবনা করে নেওয়া হবে বলে জানা গিয়েছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584