পিটিয়ে খুন যুব তৃণমূল নেতাকে, অভিযোগের তির এসইউসিআই-এর দিকে

0
63

সিমা পুরকাইত, দক্ষিণ ২৪ পরগনাঃ

তৃণমূল কর্মীর হত্যার ঘটনায় উত্তেজনা ছড়াল দক্ষিণ ২৪ পরগনার কুলতলিতে। অভিযোগের তির এসইউসিআই-এর দিকে বলে জানা গিয়েছে। শুক্রবার কুলতলি থানার অন্তর্গত মৈপীঠে এলাকা দখলের লড়াইয়ের সংঘর্ষে গণপ্রহারে মারা গিয়েছেন যুব তৃণমূল কর্মী অশ্বিনী মান্না। ঘটনায় মারাত্মক জখম হন আরও দুই জন।

Dead body | newsfront.co
নিজস্ব চিত্র

স্থানীয়দের দাবি, মৈপীঠে বেশ কিছু দিন ধরেই যুব তৃণমূল বনাম এসইউসিআই যুব গোষ্ঠীর মধ্যে বিবাদ চলছিল। তারই জেরে শুক্রবার সন্ধ্যায় ওই এলাকায় সমাবেশ করেন এসইউসিআই -এর যুব সংগঠন। তাতে বাধা দেন যুব তৃণমূল কর্মীরা। এই নিয়েই শুরু হয় অশান্তি।

আরও পড়ুনঃ মেডিক্যাল কলেজ হাসপাতালে জুনিয়র চিকিৎসকদের বিক্ষোভে ঘেরাও দুই স্বাস্থ্যকর্তা

তৃণমূলের অভিযোগ, বাঁশ ও লাঠি নিয়ে তাদের উপরে চড়াও হন এসইউসিআই কর্মীরা। বেধড়ক মারধর করা হয় অশ্বিনী মান্নাকে। ঘটনাস্থলে অশ্বিনী মারা যান বলেই জানা গিয়েছে। তিনি ছাড়া আরও দুই যুব তৃণমূল কর্মীও গুরুতর জখম হন। আহতদের হাসপাতালে ভরতি করা হয়েছে। তাদের মধ্যে একজনের পরিস্থিতি আশঙ্কাজনক বলে জানিয়েছেন স্থানীয়রা।

আরও পড়ুনঃ পঞ্চায়েত সদস্যার বাড়ির সামনে বিক্ষোভ বাসিন্দাদের

খবর পেয়ে এলাকায় পৌঁছায় বিশাল পুলিশবাহিনী। শনিবার সকাল থেকেও থমথমে রয়েছে মৈপীঠ, বসেছে পুলিশ পিকেট। যুব তৃণমূলের তরফে স্থানীয় এসইউসিআই যুব সংগঠনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে থানায়।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here