নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ
দেশজুড়ে চলা লকডাউনের সংকটকালে শ্রমিকদের বিভিন্ন দাবিদাওয়া নিয়ে খড়্গপুরের মহকুমা শাসককের দারস্থ হল বামপন্থী শ্রমিক সংগঠন সিটু ও এআইটিইউসি। বুধবার এই দুই শ্রমিক সংগঠন বিভিন্ন দাবিতে ডেপুটেশন দেয় এদিন।
তাদের মূল দাবিগুলি ছিল, লকডাউনের কারণে কোন শ্রমিক ছাঁটাই করা চলবে না, কোন শ্রমিকের বেতন বন্ধ করা যাবে না, লকডাউনে কর্মীসংকটের কারণ দেখিয়ে কাউকে জোর করে ৮ ঘন্টার বেশি কাজ করানো যাবেনা, অসংগঠিত ক্ষেত্রের শ্রমিকদের স্বার্থ সুরক্ষিত করতে হবে, পরিযায়ী শ্রমিকদের পরিবহন খরচ সরকারকে বহন করতে হবে, পরিযায়ীসহ সমস্ত শ্রমিকদের খাদ্য সুরক্ষার ব্যবস্থা করতে হবে, লকডাউনের কারণ দেখিয়ে কোন রাষ্ট্রয়াত্ব সংস্থা বিক্রি করা যাবে না,আমপানে ক্ষতিগ্রস্ত কৃষকদের ঋণ মকুব করতে হবে, কৃষকদের ক্ষতিপূরণ দিতে হবে, ক্ষতিগ্রস্ত জনগণকে ত্রাণ দিতে হবে, ত্রাণকার্য্যে দলবাজী চলবে না, কেন্দ্র ও রাজ্য উভয় সরকারকে এই সংকটময় পরিস্থিতিতে সক্রিয় ভাবে সাথে থাকতে হবে ইত্যাদি।
আরও পড়ুনঃ শ্রমিকদের বাড়ি ফেরাতে বলিউড ত্রয়ীর বিশেষ উদ্যোগ
ডেপুটেশনে নেতৃত্ব দেন অনিত মন্ডল,বিপ্লব ভট্ট সবুজ ঘোড়াই অমিতাভ দাস অসিত সরকার,
বাসুদেব ব্যানার্জী প্রমুখ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584