চেয়ার ফাঁকা, প্রায় দর্শক শূন্য ময়দান ছাড়লেন ভারতী

0
858

নিজস্ব সংবাদদাতা,পূর্ব মেদিনীপুরঃ

কৃষি আইনের সমর্থনে বৃহস্পতিবার পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়ার নারায়ন দেখি ফুটবল ময়দানে উপস্থিত ছিলেন বিজেপি নেত্রী ভারতী ঘোষ সহ একাধিক উচ্চ নেতৃত্ব।

Bharati Ghosh Meeting | newsfront.co
সভামঞ্চ। নিজস্ব চিত্র

কিন্তু এই সভাতে কর্মী-সমর্থকদের উপস্থিতি সেভাবে না হওয়ায় অবশেষে সভা করলেন না বিজেপি নেত্রী ভারতী ঘোষ সহ উচ্চ বিজেপি নেতৃত্ব। যা নিয়ে অবশ্য কটাক্ষ করতে শুরু করে দিয়েছেন শাসক দলের নেতাকর্মীরা।

BJP Meeting | newsfront.co
দর্শক শূন্য চেয়ার। নিজস্ব চিত্র

এই নিয়ে স্থানীয় বিজেপি নেত্রী মৌসুমী দাসের গলা থেকে স্পষ্ট যে সেই ভাবে কর্মী-সমর্থকদের উপস্থিতি না হওয়ার কারণে সভাতে যোগদান করলেন না উচ্চ নেতৃত্ব। এই নিয়ে অবশ্য কটাক্ষ শুরু করে দিয়েছেন শাসক দলের নেতাকর্মীরা।

BJP leader | newsfront.co
মৌসুমি দাস, বিজেপি নেত্রী। নিজস্ব চিত্র

পাঁশকুড়া পুরসভার চেয়ারম্যান নন্দকুমার মিশ্র বলেন,”এই দলের সম্বন্ধে যতটা কম কথা বলব ততই ভালো। কারণ ওই দলের নেতারা কথা বলে বেশি, কাজ করে কম।”

আরও পড়ুনঃ রাস্তার দাবিতে জেলাশাসকের দফতরে বিক্ষোভ, ভোট বয়কটের হুঁশিয়ারি

meeting | newsfront.co
নিজস্ব চিত্র

পাশাপাশি তিনি আরও বলেন, বিজেপির প্রতি আস্থা ধীরে ধীরে কমে যাচ্ছে সাধারণ মানুষের। তাই বিজেপি থেকে দূরে সরে যাচ্ছে সাধারণ মানুষ। তিনি বলেন,”যেভাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একাধিক প্রকল্পের মাধ্যমে সাধারণ মানুষের সুযোগ সুবিধা পাইয়ে দিচ্ছে তাতে যেসব সাধারণ মানুষের তৃণমূলের প্রতি ক্ষোভ জন্মেছিল তারা আবার ধীরে ধীরে তৃণমূলের উপর আস্থা রাখতে শুরু করেছে।”

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here