ওয়েব ডেস্ক, নিউজ ফ্রন্ট:
গত সপ্তাহে মৃত্যু হয়েছে এক মেস কর্মীর। করোনায় আক্রান্ত হয়ে তিনদিন আগে মৃত্যু হয়েছে সাফাই বিভাগের প্রধানের। এমতাবস্থায় গত ৪৮ ঘণ্টায় এইমসের ৫০ জনের বেশি স্বাস্থ্যকর্মীর করোনা আক্রান্তের খবরে উদ্বিগ্ন স্বাস্থ্যকর্মীরা।
At least 206 frontline workers at the All India Institute of Medical Sciences (AIIMS) Delhi have tested positive for COVID-19 since February 1.
Read @ANI Story | https://t.co/D3CMoc5ShB pic.twitter.com/pIXJSC8Uu1
— ANI Digital (@ani_digital) May 29, 2020
নতুন আক্রান্তদের মধ্যে রয়েছেন ১ জন ডাক্তারি পড়ুয়া, ৩জন হাউস স্টাফ,৮ জন নার্স ও ৫ জন কর্মী । সব মিলিয়ে এইমসের সামনের সারির স্বাস্থ্যকর্মীদের টোটাল আক্রান্তের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ২০৬এ।
স্বাস্থ্য কর্মীদের একের পর এক আক্রান্ত হওয়ার ঘটনায় এবার স্বাস্থ্যকর্মীদের সুরক্ষা নিয়ে প্রশ্ন তুললেন এইসের রেসিডেন্ট ডক্টরস অ্যাসোসিয়েশনের জেনারেল সেক্রেটারি ডক্টর শ্রীনিবাস রাজকুমার টি। তাঁর অভিযোগ হোস্টেল চত্বরের সানিটাইজেশন, কোয়ারেন্টাইন ব্যবস্থা ইত্যাদি বিষয়ে দীর্ঘদিন ধরে অভিযোগ করেও কোনো ফল পাওয়া যায়নি। এছাড়াও মাস্ক ও পিপিই নিয়ে আগে থেকেই অভিযোগ রয়েছে স্বাস্থ্যকর্মীদের। এ প্রসঙ্গে বলতে গিয়ে ডঃ শ্রীনিবাস বলেন, “আন্তর্জাতিক মানের মাস্ক তো দূরের কথা, কেন্দ্রী স্বাস্থ্যমন্ত্রকের বেঁধে দেওয়া মান অনুযায়ী মাস্ক পাচ্ছেননা স্বাস্থ্যকর্মীরা।”
আরও পড়ুন:অতীতের সমস্ত রেকর্ড ভেঙে গত ২৪ ঘন্টায় দেশে নতুন করোনা আক্রান্ত ৭৪৪৬ জন
করোনা ভাইরাসের থেকে সরকারি উদাসীনতাকেই বেশি ভয় এইমসের স্বাস্থ্যকর্মীদের। তাই তিনি দাবি করেন যে এরকম অব্যবস্থা যদি চলতে থাকে তাহলে রোগী পরিষেবা দেওয়ার মতন আর কোনো কর্মী অবশিষ্ট থাকবে না।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584