পিয়া গুপ্তা,ইসলামপুরঃ
ওদের নেই কোনও প্রশিক্ষণ,নেই ক্রীড়া সরঞ্জাম।প্রতিভা থাকলেও গ্রামাঞ্চল থেকে বুঝি এভাবেই হারিয়ে যাচ্ছে আগামীর খেলোয়াড়।
তবু এই প্রতিবন্ধকতার মধ্যেই কিছু কিছু গ্রামের ধান মাঠে পড়ুয়াদের খেলা চলে বেশ উৎসাহ-উদ্দীপনার মধ্যেই।বাঁশ কেটে ব্যাট এবং উইকেট বানিয়ে তারা কোনও কাগজের মন্ড বল বানিয়ে করছে খেলাধুলা।
ঐ পড়ুয়াদের খেলা ধূলার বিষয়টিকে এগিয়ে নিয়ে যাবার জন্য সরকারি ভাবে নেই কোনো উদ্যোগ।একাধিক স্কুল নিয়ে সার্কেল স্তরে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হলেও তাতেও সমস্যা। বিদ্যালয় গুলিতে বেশিরভাগই ক্রীড়া সরঞ্জাম নেই বললেই চলে।তাই পড়ুয়ারা হাই জাম্প থেকে শুরু করে বিভিন্ন ক্রীড়া পিছিয়ে পড়ছে।কারণ সার্কেল স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার প্রস্তুতির জন্য একাধিক প্রয়োজনীয় ক্রীড়া সরঞ্জাম প্রয়োজন।সেসব সরঞ্জাম নেই বললেই চলে বিদ্যালয়গুলিতে। সবমিলিয়ে ক্রীড়া জগত থেকে দিনের পর দিন রীতিমতন পিছিয়ে পড়ছে গ্রামীণ এলাকার খুদে পড়ুয়ারা।
যদিও ইসলামপুর দক্ষিণ চক্রের বিদ্যালয় পরিদর্শক বেল্লাল হোসেন জানান, এই প্রথম সরকারিভাবে প্রতিটি স্কুলের ক্রীড়া সরঞ্জাম কেনার জন্য তিনহাজার টাকা করে বরাদ্দ হচ্ছে। খুব শীঘ্রই অর্থ বিদ্যালয়গুলিতে প্রদান করা হবে। তবে ওই অর্থ দিয়ে কি কি ক্রীড়া সরঞ্জাম কেনা যাবে তাও স্পষ্ট করে দেওয়া হবে বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের।অন্যদিকে একদিকে যেমন খেলাধুলার জন্য প্রয়োজনীয় সরঞ্জাম নেই তেমনি অনেক ক্ষেত্রেই খেলার মাঠও নেই।
আরও পড়ুনঃ কালিয়াগঞ্জ ফুটবল একাডেমিকে ফুটবল ও ক্রীড়াসামগ্রী প্রদান অনুষ্ঠান
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584