দ্বিতীয় পর্বঃ ইতিহাসের অন্ধকার থেকে আলোর পথে শবর গোষ্ঠী

0
356
মোহনা বিশ্বাস

লক্ষ্য

বর্তমানে পুরুলিয়ার বরাবাজার এলাকায় একদল শবর বাস করে। এই শবর জনগোষ্ঠীর বেশিরভাগই একশ দিনের কাজে নিযুক্ত হয়েছে। বেশ কয়েকজন আবার হস্তশিল্পের কাজও করে।

Sarbari group | newsfront.co

এদের শিক্ষাগত যোগ্যতা নেই বললেই চলে। তবে তিরন্দাজিতে শবররা যথেেষ্ট দক্ষতার পরিচয় দিয়েছে। অন্য জাতির মানুষের থেকে যে তাঁরা কোনো অংশে কম নয় তা প্রমাণ করতে প্রতিমুহূর্তে লড়ে চলেছে শবররা।

Barabazar police station | newsfront.co

এই লড়াইয়ে তাঁদের পাশে দাঁড়িয়েছেন বরাবাজার থানার পুলিশকর্মীরা। ২০১৭ সালে পুরুলিয়ার ওই প্রত্যন্ত গ্রামেই তৈরি হয় ‘লক্ষ্য’ অ্যাকাডেমি। শবরদের তিরন্দাজির প্রশিক্ষণ দেওয়া হয় এই অ্যাকাডেমিতে।

শুধু শবররাই নয় এই অ্যাকাডেমীতে তিরন্দাজির প্রশিক্ষণ নেয় আদিবাসী সম্প্রদায় সহ আপামর বাঙালি তরুণ তরুণীরাও। এই লক্ষ অ্যাকাডেমির দায়িত্ব সামলাচ্ছেন বরাবাজার থানার পুলিশকর্মীরা। ‘লক্ষ্য’ অ্যাকাডেমি ঠিক একদিন তার লক্ষ্যে পৌঁছবে বলে বিশ্বাস করেন তাঁরা।

Barabazar police | newsfront.co

বরাবাজার থানার আইসি সৌগত ঘোষ বলেন, “এই লক্ষ্য অ্যাকাডেমিতে শুধুমাত্র শবররাই নয়, এখানে তিরন্দাজির প্রশিক্ষণ নেয় আদিবাসী সম্প্রদায় সহ সাধারণ ঘরের ছেলেমেয়েরাও। এই অ্যাকাডেমি তৈরিতে বরাবাজার থানাকে সহযোগিতা করেছে ব্লক প্রশাসন থেকে শুরু করে গ্রামের শুভানুধ্যায়ী মানুষরা। তিরন্দাজিতে এরা যে সত্যিই পারদর্শী, তা নিজের চোখে দেখেছি।

Police officers | newsfront.co

এই ‘লক্ষ্য’ অ্যাকাডেমির ছেলেমেয়েদের বুড়ো আঙ্গুলের ব্যবহার না করেই তীর চালিয়ে দিতে দেখেছি। আমাদের এই অ্যাকাডেমির মূল উদ্দেশ্যই হল ভবিষ্যতের তিরন্দাজ তৈরি করা।

Police officers | newsfront.co

বর্তমানে এই অ্যাকাডেমির প্রায় ১৭ জন বিভিন্ন সাইতে রয়েছে। যেমন বোলপুর সাই, নর্থ বেঙ্গল সাই, ক্যালকাটা সাই। এই তিরন্দাজির প্রশিক্ষণটাকে যদি ‘লক্ষ্য’র ছেলেমেয়েরা ধরে রাখতে পারে তাহলে জাতীয় স্তরে তাঁরা নিঃসন্দেহে পৌঁছতে পারবে”।

আরও পড়ুনঃ ইতিহাসের অন্ধকার থেকে আলোর পথে ‘শবর’ গোষ্ঠী

পুরুলিয়ার বরাবাজারে বসবাসকারী শবরদের পাশে থাকার অঙ্গীকার নিয়েছেন বরাবাজার থানার পুলিশকর্মীরা। তাই ‘লক্ষ্য’ অ্যাকাডেমির হাত ধরে শবরদল যে এভাবেই একটু একটু করে উন্নতির পথে এগিয়ে যাবে, তা আর বলার অপেক্ষা রাখে না।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here