লখিমপুর খেরিতে কেন্দ্রীয় মন্ত্রীর ছেলের গাড়িতে পিষে মৃত ৮ কৃষক, পৌঁছচ্ছে তৃণমূলের ৫ সাংসদের প্রতিনিধি দল

0
195

শুভশ্রী মৈত্র, ওয়েব ডেস্কঃ

উত্তরপ্রদেশের লখিমপুর খেরিতে কৃষক জমায়েতের ওপর দিয়ে গাড়ি চালিয়ে দেওয়ায় প্রাণ গিয়েছে ৮ জন কৃষকের। গুলি করে খুন করা হয়েছে আরও ১জন বিক্ষোভরত কৃষককে এমনটাই অভিযোগ।

Lakhimpur kheri
ছবিঃ হিন্দুস্থান টাইমস

গাড়িতে পিষে মেরে ফেলা হয়েছে ২জন কৃষককে- কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অজয় মিশ্রের ছেলের বিরুদ্ধে এমনই গুরুতর অভিযোগ তোলা হয়েছে সংযুক্ত কিষাণ মোর্চার তরফে। গোটা ঘটনায় কার্যত রণক্ষেত্রের চেহারা নিয়েছে লখিমপুর খেরি।

অন্যদিকে, কেন্দ্রীয় মন্ত্রীর দাবি, ঘটনাস্থলে ছিলেনই না তাঁর ছেলে। ৩ বিজেপি কর্মী ও এক গাড়িচালককে পিটিয়ে মারা হয়েছে, বিক্ষোভরত কৃষকদের একাংশের বিরুদ্ধে পাল্টা অভিযোগ করেছেন কেন্দ্রীয় মন্ত্রী। উত্তরপ্রদেশ পুলিশ সূত্রে জানা গিয়েছে, এদিন বিজেপি সাংসদ ও কেন্দ্রীয় প্রতিমন্ত্রী অজয় মিশ্রর গ্রামে এক অনুষ্ঠানে যাওয়ার কথা ছিল উত্তরপ্রদেশের উপ মুখ্যমন্ত্রী কেশবপ্রসাদ মৌর্যর। মন্ত্রীরা আসছেন শুনে, কৃষি আইনের বিরোধিতায় বিক্ষোভের প্রস্তুতি নেন কৃষকরা। কেন্দ্রীয় মন্ত্রীর যাত্রাপথে জড়ো হন অনেকে।

আরও পড়ুনঃ গান্ধী জয়ন্তীতে গডসের জয়ধ্বনি ট্রেন্ডিং টুইটারে, ব্যবহার দেখা গেল না নয়া তথ্য প্রযুক্তি বিধির

অভিযোগ, সেই সময়, কেন্দ্রীয় মন্ত্রীর কনভয়ের গাড়ি কয়েকজন বিক্ষোভরত কৃষককে পিষে দেয়। ঘটনাস্থলে গুলি চলেছে বলেও অভিযোগ করা হয়। ঘটনার পর ২টি গাড়িতে আগুন ধরিয়ে দেয় উত্তেজিত কৃষকরা। এই পরিস্থিতিতে জেলায় ইন্টারনেট পরিষেবা বন্ধ রেখেছে প্রশাসন। পাশাপাশি যোগী প্রশাসনের দাবি, যে দুটি গাড়িতে আগুন ধরানো হয়, তার একটি কেন্দ্রীয় মন্ত্রীর ছেলের। যদিও তিনি গাড়িতে ছিলেন কি না, তা স্পষ্ট নয়।

আরও পড়ুনঃ এনসিবি-র ‘সিংহম’ সমীর ওয়াংখেড়ে, শাহরুখ তনয় আরিয়ানের গ্রেপ্তারের নায়ক

লখিমপুর খেরির বর্বরোচিত কৃষক হত্যার তীব্র নিন্দা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। টুইট করে তৃণমূল নেত্রী বলেন, তৃণমূলের ৫ সাংসদের প্রতিনিধি দল যাচ্ছে লখিমপুর খেরিতে। কৃষকদের পরিবারের পাশে দাঁড়াতে লখিমপুর খেরিতে যাচ্ছে তৃণমূল। এছাড়াও কৃষক হত্যার প্রতিবাদে আজ লখিমপুর খেরি যাচ্ছেন প্রিয়ঙ্কা গান্ধী, অখিলেশ যাদবরা।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here