দিনে চারণভূমি রাত্রে অপরাধের আখড়া মঙ্গলকোটের লাখুরিয়া স্বাস্থ্যকেন্দ্র

0
104

শ্যামল রায়,বর্ধমানঃ

মঙ্গলকোট ব্লকের একটি প্রত্যন্ত অঞ্চলে লাখুরিয়া।এখানকার ব্লক স্বাস্থ্য কেন্দ্রটির পরিষেবা নিয়ে উঠেছে নানান প্রশ্ন। একদিকে চিকিৎসক নেই অন্যদিকে নেই পরিকাঠামো। তাই এলাকার মানুষ স্বাস্থ্য কেন্দ্রের পরিকাঠামো উন্নয়নের দাবির পাশাপাশি চিকিৎসকের দাবিতে সরব হয়েছেন স্থানীয় নাগরিকরা।
জানা গিয়েছে যে লাখুরিয়া গ্রাম পঞ্চায়েতের অধীন এই স্বাস্থ্য কেন্দ্রটি ক্রমেই ভগ্নদশায় পরিণত হচ্ছে। সন্ধ্যা নামলেই শুরু হয়ে যায় অসামাজিক কার্যকলাপ। পরিত্যক্ত ঘরগুলোতে বসে জুয়া ও মদের আসর।

নিজস্ব চিত্র

দিনের বেলায় গরু ছাগল মোষের অবাধ বিচরণ। পাঁচিল না থাকার কারণেই এই ধরনের সমস্যা বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
একজন ফার্মাসিস্ট স্বাস্থ্য কেন্দ্রে এসে রোগী দেখেন।সপ্তাহে একদিন দেখা মেলে চিকিৎসককের এসে। প্রতিদিন স্থায়ী ডাক্তারের দাবিতে সরব বাসিন্দারা।
ইতিমধ্যেই তারা গণস্বাক্ষর যুক্ত চিঠি স্থানীয় গ্রাম পঞ্চায়েত সহ সমষ্টি উন্নয়ন আধিকারিক ও জেলা স্বাস্থ্য দপ্তরের পাঠিয়েছে। প্রায় দেড় হাজার মানুষ এই স্বাস্থ্য কেন্দ্রের উপর নির্ভরশীল।
গ্রামবাসীদের দাবি স্বাস্থ্য কেন্দ্রের পরিকাঠামো উন্নয়ন করার পাশাপাশি নিয়মিত ডাক্তার দেওয়া হোক যাতে তারা নুন্যতম স্বাস্থ্যপরিসেবা পেতে পারেন।সামন্য অসুস্থতায় তাদের ছুটতে হয় বর্ধমান কাটোয়ায় অথবা বোলপুর স্বাস্থ্য কেন্দ্রে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here