লালবাজারের গোয়েন্দাদের জালে এবার ভুয়ো আইপিএস

0
85

মোহনা বিশ্বাস, কলকাতাঃ

ভুয়ো সিবিআই, আইএএস, ইডি-র পর এবার লালবাজারের গোয়েন্দাদের জালে ধরা পড়ল ভুয়ো আইপিএস অফিসার। সোমবার বেলঘরিয়া থেকে গ্রেফতার করা হয় এক ভুয়ো আইপিএস অফিসারকে। ধৃতের নাম রাজর্ষি ভট্টাচার্য। বাড়ি বেলঘরিয়ায়। তদন্ত সূত্রে জানা গিয়েছে, রাজর্ষি আইপিএস পরিচয় দিয়ে জাকির হোসেন নামে এক ব্যক্তির কাছ থেকে ২ লক্ষ টাকা দাবি করেছিলেন। টাকা না দিলে তাঁকে গ্রেফতার করা হবে বলেও হুমকি দিয়েছিলেন রাজর্ষি ।

Fake IPS Scam
ধৃত অভিযুক্তরা। ছবি: সংগৃহীত

এরপরই গত ২৬ জুলাই পার্ক স্ট্রিট থানায় অভিযোগ দায়ের করেন জাকির হোসেন নামে ওই ব্যক্তি। সেই অভিযোগের ভিত্তিতেই তদন্ত শুরু করে লালবাজারের গোয়েন্দা বিভাগ। আর তারপরই নিরাপত্তারক্ষী ও গাড়িচালক-সহ রাজর্ষি ভট্টাচার্যকে গ্রেফতার করে কলকাতা পুলিশ।

পুলিশ সূত্রে খবর, এই ভুয়ো আইপিএস সবসময় নীল বাতি লাগানো গাড়ি নিয়ে ঘুরে বেড়াতেন। রাজর্ষির গাড়ির চালক ও নিরাপত্তারক্ষীকেও গ্রেফতার করা হয়েছে। ধৃতদের নাম অভিজিৎ দাস ও মহম্মদ শিকদার। নিজের আত্মীয় ও ঘনিষ্ঠ মহলে বলতেন, তিনি স্পেশ্যাল মিশনে রয়েছেন। রাজর্ষির নিরাপত্তারক্ষীকে দেখে মনে হবে তিনি পুলিশের নিরাপত্তারক্ষীই।

Seized car
আটক নীল বাতি গাড়ি

গোপন সূত্রে খবর, সোমবার রাজর্ষীকে তাঁর নিরাপত্তারক্ষী ও গাড়িচালক-সহ গ্রেফতার করা হয়। কলকাতা পুলিশের জয়েন্ট সিপি ক্রাইম মুরলীধর শর্মা টুইট করে ভুয়ো আইপিএসের গ্রেফতারির কথা জানিয়েছেন।

আরও পড়ুনঃ প্রধান বিচারপতির এক্তিয়ার ঠিক কতটা? সুপ্রীম কোর্টে জানতে চাইল হাইকোর্ট

রাজর্ষির বিরুদ্ধে প্রতারণার অভিযোগ রয়েছে। তিনি যে সত্যিই একজন প্রতারক, তার প্রমাণ তদন্তকারীদের হাতে আগেই হাতে এসেছে। তবে রাজর্ষি তাঁর প্রতারণার জাল ঠিক কতটা ছড়িয়েছিল, তা এবার তলিয়ে দেখছেন তদন্তকারীরা। কসবার দেবাঞ্জনকে দিয়ে শুরু হয়েছিল। আইএএস পরিচয় দিয়ে প্রতারণার জাল বুনেছিলেন দেবাঞ্জন। তাঁর সঙ্গে উঠে এসেছে প্রভাবশালী যোগও।

আরও পড়ুনঃ হেস্টিংসে বিজেপি-র সাংগঠনিক বৈঠকে হাতাহাতি, হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু যুবনেতার

দেবাঞ্জনের কীর্তি প্রকাশ্যে আসার পর থেকেই একের পর এক ভুয়ো সরকারি আধিকারিকের হদিশ মিলছে শহর কলকাতার বুকে। একের পর এক সিবিআই, ইডি, আইপিএস অফিসারের পরিচয় দিয়ে প্রতারণার কীর্তি প্রকাশ্যে এসেছে। এবার সেই তালিকায় উঠে এল রাজর্ষি দত্তের নাম। এত পুলিশি নিরাপত্তা এত চেকিং থাকা স্বত্তেও যে এইভাবে বেপরোয়া হয়ে প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন ‘প্রতারক’, তার প্রমাণ আবারও পেল এই শহর।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here