নিজস্ব সংবাদদাতা, মুর্শিদাবাদঃ
আজ শিক্ষামিত্রর বেশ কয়েকজন মুখ্যমন্ত্রীর বাড়ির কাছের কালীঘাটের পাশে আদিগঙ্গায় নেমে বিক্ষোভ দেখায়, তখন লালবাজারের পুলিশ বিক্ষোভকারীদের গ্রেফতার করে। যাদের গ্রেফতার করা হয়েছে তাদের মধ্যে মুর্শিদাবাদের জলঙ্গী ব্লকের ঘোষপাড়া অঞ্চলের রিংকু বিশ্বাস নামের ৩৯ বছরের শিক্ষকও রয়েছেন বলে জানা যায়। এই ঘটনায় তার পরিবারে মা ও স্ত্রী ভেঙ্গে পড়েছে কি করবে তা কিছু বুঝে উঠতে পারছেন না তারা।
পরিবারে একমাত্র রোজগেরে ছেলে রিংকু বিশ্বাস। পরিবারে বিধবা মা ও স্ত্রী সহ এক ৯ বছরের ছেলে রয়েছে রিংকুর। অভাবেই চলে তাদের সংসার।
আরও পড়ুনঃ স্বপ্নভঙ্গের বেদনায় আদি গঙ্গায় ঝাঁপ দিয়ে প্রতিবাদ, দাবি সাইফুলের পরিবারের
বাম আমলে ২০০৪ সালে কর্মে যোগদান করেন রিংকু বিশ্বাস। প্রথমে এক হাজার টাকা বেতন পেতেন তিনি। তা বেড়ে এখন ২৭০০ টাকা মাত্র বেতন পান। সেটাও গত ছয় বছর ধরে পাচ্ছেন না বলে পরিবারের অভিযোগ।
রিংকুর স্ত্রী জানান যে,”গত ১২ই ফেব্রুয়ারি কলকাতার উদ্দেশ্যে বাড়ি থেকে বেরিয়ে যান। আজ সংবাদ মাধ্যমে জানতে পারি যে রিংকু বিশ্বাস কে পুলিশ আটক করেছে। আমার স্বামী তার ন্যায্য দাবি আদায় করতে গিয়েছিল। এমনকি এর আগে যখন গিয়েছিল তখন মমতা বন্দ্যোপাধ্যায় কথা দিয়েছিল যে তাদের কে মান্যতা দেওয়া হবে কিন্তু সেটা না করে আটক করলেন। আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আবেদন করব আমার স্বামীকে মুক্তি দিতে হবে ও তার চাকরি সুনিশ্চিত করতে হবে।”
বিধবা মা বলেন যে, “আমি অনেক বুঝিয়েছি এই সব চাকরি ছেড়ে দে টিউশন করে সংসার চালাতে হবে,কিন্তু শুনেনি গত ছয় বছর কোনো বেতন পাইনি। মাঠে কাজ করে কোনো রকমে সংসার টা চলে যাচ্ছে। এবার সেটাও বন্ধ হয়ে গেল। আমার ছেলে কে মুক্তি দিতে হবে বলে মুখ্যমন্ত্রীকে আবেদন জানাবো।”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584