মোহনা বিশ্বাস, ওয়েব ডেস্কঃ
পুজোর আগেই সেঞ্চুরী করেছে পেট্রোল। সম্প্রতি ১০০-র গণ্ডি পেরিয়েছে ডিজেলের দাম। লাগাতার জ্বালানির দাম বাড়ায় আগুন লেগেছে গৃহস্থের হেঁশেলে। জ্বালানির সঙ্কটে এবার পুলিশও। টানা দাম বৃদ্ধির জেরে জ্বালানির খরচ বাঁচাতে এবার বৈদ্যুতিক গাড়ি ব্যবহারের সিদ্ধান্ত নিল লালবাজার। ইতিমধ্যেই নবান্নের তরফে এই ধরনের গাড়ি লিজে নেওয়ার বিষয়ে ছাড়পত্র পেয়েছে লালবাজার।
কলকাতা পুলিশকর্তারা মনে করছেন, শীঘ্রই ২২৬টি বৈদ্যুতিক গাড়ি লালবাজারের হাতে আসবে। শুধু জ্বালানির দাম বৃদ্ধির জন্য নয়, বৈদ্যুতিক গাড়ি ব্যবহারের কারণ হিসাবে পুলিশের এও জানিয়েছে, যে পরিবেশবান্ধব গাড়ি ব্যবহার করা হলে বায়ু ও শব্দদূষণও কমবে। সেই সঙ্গে বছরে কয়েক কোটি টাকা সাশ্রয়ও হবে। জ্বালানি কেনার খরচও বাঁচবে।
সূত্র মারফৎ জানা যায়, খরচ বাঁচাতে পেট্রোল-ডিজেলের ব্যবহার কমাতে চায় লালবাজার। আর সেই কারণে কলকাতা পুলিশের তরফে মাসখানেক আগেই বৈদ্যুতিক গাড়ি লিজ নেওয়ার জন্য নবান্নে প্রস্তাব পাঠানো হয়েছিল। পুজোর আগেই সে ছাড়পত্র এসে পৌঁছেছে লালবাজারে। মূলত টাটার তরফে ওই গাড়ি সরবরাহ করা হবে বলে জানা গিয়েছে। এক পুলিশকর্তা জানিয়েছেন, বৈদ্যুতিক গাড়ি ব্যবহারের জন্য প্রক্রিয়াগত যাবতীয় কাজ শেষ। গাড়িগুলি কবে লালবাজারের হাতে এসে পৌঁছবে, সে বিষয়ে খোঁজ রাখার জন্য দায়িত্ব দেওয়া হয়েছে অতিরিক্ত কমিশনার পদমর্যাদার এক আধিকারিককে।
আরও পড়ুনঃ সোমবার থেকে অনির্দিষ্টকালের জন্য কোভ্যাক্সিনের প্রথম ডোজ দেওয়া বন্ধ করল কলকাতা পৌরনিগম
নবান্ন সূত্রে খবর, ডিজেল কিনতে গেলে এখন খসাতে হচ্ছে ১০০ টাকার বেশি। এদিকে, বৈদ্যুতিক গাড়িগুলির ক্ষেত্রে প্রতি কিলোমিটারে আট টাকা খরচ পড়তে পারে। এই মুহূর্তে যা জ্বালানির দাম, সেই অনুযায়ী যদি হিসাব করা হয়, তাহলে দেখা যাচ্ছে ২২৬টি পরিবেশবান্ধব গাড়ি কেনার পর গত আট বছরে প্রায় ৪০ কোটি টাকা সাশ্রয় হবে। পাশাপাশি বৈদ্যুতিক গাড়ি ব্যবহার করলে কমবে দূষণও। সেই কারণেই আগের গাড়িগুলো বাতিল করে বৈদ্যুতিক গাড়ি ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছে লালবাজার।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584