ভরাট করার অভিযোগে আটকে গেল লালদিঘীর পাড় বাঁধাইয়ের কাজ

0
98

মনিরুল হক, কোচবিহারঃ

laldighar border was stuck on the complaint of the West Bengal
নিজস্ব চিত্র

ভরাট করার অভিযোগে আটকে গেল কোচবিহার শহরের ভবানিগঞ্জ বাজার সংলগ্ন লালদীঘির পাড় বাঁধাইয়ের কাজ। সম্প্রতি ওই দীঘির পূর্ব পাড়ে কাজ শুরু হয়। ওই শুরু হতেই একাংশ ভরাট করা হচ্ছে বলে বিভিন্ন মহল থেকে অভিযোগ উঠতে শুরু করে। সম্রাট কুণ্ডু নামে কোচবিহার শহরের এক বাসিন্দা জেলা প্রশাসন, ওই দীঘির মালিক মৎস্য দফতর সহ বেশ ক্যেক জায়গায় লিখিত ভাবে অভিযোগ জানান। তারপরেই মৎস্য দফতর থেকে তৎপর হয়ে দীঘির পাড় বাঁধাই করার কাজ বন্ধ করে দেয়।
কোচবিহার পুরসভার চেয়ারম্যান ভূষণ সিংহ বলেন, “কোচবিহার শহরের বহু জলাশয় বন্ধ করে দেওয়া হয়েছে। এখন যে কয়েকটি আছে, সেগুলো রক্ষানাবেক্ষন করে টিকিয়ে রাখার চেষ্টা করা হচ্ছিল। কিন্তু ভরাট করার ভিত্তিহীন অভিযোগ করায় কাজ বন্ধ করে দেওয়া হয়েছে।”
শহরের এক বাসিন্দা পরাগ বাউল বলেন, “শহরে জলাশয়ের কি প্রয়োজন, তা ভবানিগঞ্জ বাজারে আগুন লাগার সময় আমরা উপলব্ধি করেছিলাম। আমরা চাই পাড় বাঁধাই সহ সৌন্দোর্যায়ন করা হোক। কিন্তু একাংশ ভরাট না করে।”

আরও পড়ুন: পশ্চিমবঙ্গে এন আর সি চেয়ে এভিবিপি’র মিছিল 

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here