নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ
বার বার হাতির হামলায় প্রান যাচ্ছে সাধারন মানুষের।পশ্চিম মেদিনীপুরের শনিবার রাত্রে হাতির হামলায় মৃত্যু হয় শালবনী ব্লকের ভীমপুর অঞ্চলের কদমাশোল গ্রামের হরিশ মাহাতর। আতঙ্কে রয়েছে গ্রামবাসীরা।জঙ্গলমহলের মানুষজন ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছে হাতির আক্রমনের ফলে।
এদিন মৃতদেহ গ্রামে এসে পৌঁছাতেই এলাকার মানুষ ক্ষিপ্ত হয়ে ওঠে।এর স্থায়ী সমাধানের উদ্দেশ্যে লালগড় মেদিনীপুর রাস্তা অবরোধ করে এলাকার মানুষজন পিড়াকাটার সামনে পিডরাকুলিতে পথ অবরোধে সামিল হয়। অবরোধকারীদের হাতির দ্বারা হামলার স্থায়ী সমাধান না হলে এই অবরোধ চলবে।ঘটনা স্থলে পৌঁছেছে পিড়াকাটা ফাঁড়ির পুলিশ।এসেছেন বনিদপ্তরের আধকারিকরাও।এই অবরোধের জেরে দীর্ঘক্ষণ অবরুদ্ধ হয়ে আছে লালগড় মেদিনীপুর রাজ্য সড়ক।
আরও পড়ুনঃ কেশিয়ারি পঞ্চায়েত সমিতির বোর্ড গঠনে স্থগিতাদেশ দেওয়ায় বনধ ডাকল বিজেপি
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584