তিনদিন ধরে টানা বৃষ্টি, চিন্তায় লালগোলা ব্লকের কপি চাষীরা

0
108

শরীয়তুল্লাহ সোহন, মুর্শিদাবাদঃ

নিম্নচাপের জেরে দেশ জুড়ে চলছে টানা বৃষ্টি। অতি বৃষ্টির ফলে উত্তরাখণ্ড সহ দেশের কয়েকটি জায়গা বন্যায় ভেসে গেছে। গৃহহীন হয়েছে বহু মানুষ সাথে নিহত হয়েছে অর্ধশতাধিক মানুষ। এই কঠিন পরিস্থিতিতে সবথেকে দিশেহারা হারা হয়ে পড়েছে চাষীরা। দুশ্চিন্তার কালো মেঘ জমেছে তাদের মনের গহীনে।

Cabbage field
জলমগ্ন কপি জমি।নিজস্ব চিত্র

মুর্শিদাবাদ জেলার প্রত্যন্ত সীমান্তবর্তী এলাকা লালগোলা ব্লক। কয়েক লক্ষ মানুষের বাস। তাদের প্রধান জীবিকা কৃষিকাজ। এদের কৃষিকাজের প্রধান চাষ কপি চাষ, বিশেষ করে ফুলকপি চাষ। বর্ষার শেষে শরতের শুরুতে তারা এই ফুলকপি লাগায় এবং শীতের শুরুতে কপি কাটা শুরু করে। আর প্রতিটি চাষীর বাৎসরিক আয়ের অধিকাংশ যোগান আসে এই কপি চাষ থেকে।

এখন লালগোলার ব্লকের প্রতিটি প্রান্তের জমিতে ফুলকপির গাছে ভরে আছে। তবুও চাষীদের মনে অনেক দুশ্চিন্তা ও চাপ। কারণ এই ভাবে নিম্নচাপের জেরে বৃষ্টি লেগে থাকলে, সমস্ত কপির গাছ নষ্ট হয়ে যাবে। কারণ কপির চারা অধিক জল সহ্য করতে পারে না।

আরও পড়ুনঃ বাঙাল বাড়িতে কোজাগরী লক্ষ্মীপুজো ঐতিহ্য আজও অমলিন

এক প্রত্যক্ষদর্শী চাষীর বয়ান অনুযায়ী, “গতবছরও অতি বৃষ্টির ফলে তাদের কপি জমি নষ্ট হয়ে গিয়েছিল, এবছরও তেমন পথে এগোচ্ছে, এমনটা চলতে থাকলে ঋণের দায় মাথায় নিয়ে পথে বসতে হবে।” আর একজন চাষী জানিয়েছেন, “এভাবে বৃষ্টি চলতে থাকলে সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হবে, যারা জমি দাদন নিয়ে চাষ করছে। ” তাই অধিকাংশ চাষীর দাবি, তাদের এই ভয়াবহ দুর্দিনে যেন সরকার স্থানীয় ব্লক প্রসাশনের মাধ্যমে তাদের দিকে সহযোগিতার হাত বাড়িয়ে দেন।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here