শরীয়তুল্লাহ সোহন, মুর্শিদাবাদঃ
বিস্তীর্ণ লালগোলা ব্লকের মানুষ জনের চিকিৎসার প্রধান ভরসা স্থল কৃষ্ণপুর গ্রামীণ হাসপাতাল। এই হাসপাতাল নির্মাণ হয়েছিল লালগোলার ভূমিপুত্র প্রয়াত প্রাক্তন কৃষিমন্ত্রী আব্দুস সাত্তারের হাত ধরে সত্তরের দশকে। তারপর থেকে ধীরে ধীরে এই হাসপাতাল হয়ে উঠে জেলার অন্যতম এক হাসপাতালে।
তবে সময়ের তালে তালে হাসপাতালের শুরু দিকে যতটা উন্নতি হয়েছিল ঠিক ততটাই ধীরে ধীরে প্রতিনিয়ত আরও অবনতির দিকে যেতে থাকে। বিভিন্ন ডির্পামেন্ট যেমন চক্ষু বিভাগ, দন্ত্য বিভাগ সহ বিভিন্ন ডিপার্টমেন্ট গুলো প্রায় উঠে গেছে বললেই চলে। উপযুক্ত ডাক্তারের অভাব, বিভিন্ন পরিষেবার অভাব সহ ডাক্তার ও নার্সদের র্দুব্যবহার নিয়ে প্রতিনিয়ত অভিযোগ উঠতে শুরু করে রোগীদের পরিবারের তরফ থেকে। আর বর্তমানে এই অভিযোগ গুলি আরও প্রকট হয়ে উঠেছে।
গাফিলতিতে শিশু মৃত্যু সহ, অ্যাম্বুলেন্স বিক্রি, হাসপাতালের জঘন্য পরিবেশ সহ একাধিক অভিযোগ এনে খবরের শিরোনামে এসেছিল হাসপাতালটি। চলমান বছরের শুরুর দিকে একজন কর্মরত ডাক্তারের গাফিলতিতে দুইজন নবজাতক শিশুর মৃত্যু হয়। এই নিয়ে বৃহত্তর আন্দোলনে নেমেছিল পুরো লালগোলাবাসী। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এই কর্মকান্ডের সাথে জড়িত ডাক্তারকে অন্য জায়গায় বদলি করা হয়েছিল শীঘ্রই।
আরও পড়ুনঃ মদ্যপ অবস্থায় গাড়ির চালানোর অভিযোগ ভাইপোর বিরুদ্ধে, থানায় ধর্নায় বসার হুমকি পিসির
এতকিছুর পরও পর যেন বিতর্ক পিছু ছাড়ছে না। বিগত দুই দিন আগে তনুশ্রী পাল নামে এক প্রসূতি মহিলাকে মেয়াদ শেষ হওয়া স্যালাইন দিয়ে আবার বিতর্কের জন্ম দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। এমন পরিস্থিতিতে লালগোলা বিধানসভার বিধায়ক মহম্মদ আলীর হাসপাতাল পরিদর্শন অনেক ইতিবাচক ইঙ্গিত বহন করে বলে একাংশের ধারণা। কারণ বিধানসভা ভোটের আগে তিনি কথা দিয়েছিলেন হাসপাতালটিকে নতুন রূপে ঢেলে সাজাবেন এবং জেলার অন্যতম মাল্টি স্পেশালিস্ট হাসপাতালে পরিণত করবেন।
আরও পড়ুনঃ তিনদিন ধরে টানা বৃষ্টি, চিন্তায় লালগোলা ব্লকের কপি চাষীরা
গতকাল রাত্রে তিনি হাসপাতাল পরিদর্শন করেন এবং হাসপাতালের নার্স , ডাক্তার এবং BHMO-এর সাথে বিভিন্ন বিষয়ে দীর্ঘক্ষণ আলোচনা করেন। আলোচনা শেষে পুরো হাসপাতাল চত্বর পরিদর্শন করেন এবং যাবতীয় সমস্যা দূরীকরণ করে হাসপাতালের যাবতীয় পরিকাঠামো দ্রুত নবীকরণের আশ্বাস দেন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584