ডোরান্ডা ট্রেজারির ১৩৯.৫ কোটি টাকা তছরুপের দায়ে দোষী সাব্যস্ত লালু প্রসাদ, শুক্রবার সাজা ঘোষণা

0
80

নিজস্ব প্রতিবেদন, নিউজ ফ্রন্টঃ

ডোরান্ডা ট্রেজারি থেকে ১৩৯.৫ কোটি টাকা তছরুপের দায়ে বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালু প্রসাদ যাদবকে মঙ্গলবার দোষী সাব্যস্ত করলো সিবিআই-এর বিশেষ আদালত। এটি পঞ্চম পশুখাদ্য কেলেঙ্কারির মামলা যাতে দোষী সাব্যস্ত হলেন লালু। আগামী শুক্রবার এই মামলার সাজা ঘোষণা করা হবে বলে জানিয়েছে সিবিআই।

Lalu Prasad Yadav
পঞ্চম পশু খাদ্য কেলেঙ্কারি মামলায় দোষী সাব্যস্ত বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালু প্রসাদ যাদব

পাঁচটি জালিয়াতি মামলাতেই মূল ষড়যন্ত্রকারী হিসেবে লালুর বিরুদ্ধে একাধিক অভিযোগ আনা হয়েছিল। মঙ্গলবার পঞ্চম মামলার শুনানির জন্য সকালে আদালতে পৌঁছন লালু। শুনানি শেষে লালুকে দোষী সাব্যস্ত করে রায় দেন বিচারপতি সি কে শশী। ১৯৯৬ সালে রাঁচি-র ডোরান্ডা থানায় পশুখাদ্য কেলেঙ্কারির পঞ্চম মামলার এফআইআর দায়ের হয়, পরবর্তীতে মামলার তদন্তের দায়িত্বভার যায় সিবিআই-এর হাতে। এর আগে ২৯ জানুয়ারি দু’পক্ষের সওয়াল শেষ হলেও রায় দেননি বিচারপতি শশী।

আরও পড়ুনঃ দেশের বৃহত্তম ব্যাঙ্ক জালিয়াতি গুজরাটের সংস্থার, চিহ্নিত খুব কম সময়েঃ নির্মলা সিতারামন

এর আগেও চাইবাসা ট্রেজারির দুটি ভিন্নপশু খাদ্য কেলেঙ্কারির মামলায় ৭ বছর জেল খেটেছেন লালু। তাছাড়া দুমকা ট্রেজারির পশু খাদ্য মামলায় ও দেওঘর ট্রেজারির পশুখাদ্য মামলায় হাজতবাস করেছেন তিনি। মোট সাজার অর্ধেক সাজা ইতিমধ্যেই খেটেছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী লালু প্রসাদ।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here