বিভিন্ন রাজ্যের প্রতিনিধি নিয়ে মেদিনীপুরের মহিলা কলেজে NSS-এর রাষ্ট্রীয় একতা শিবির

0
54

সুদীপ কুমার খাঁড়া,মেদিনীপুরঃ  

রাজ্যের অগ্রগণ্য নারী শিক্ষা প্রতিষ্ঠান পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুরের রাজা নরেন্দ্রলাল খান মহিলা মহাবিদ্যালয়ে বুধবার থেকে শুরু হচ্ছে জাতীয় সেবা প্রকল্প রাষ্ট্রীয় একতা শিবির। ভারত সরকারের ক্রীড়া ও যুবকল্যাণ দপ্তর,এন এস এস-এর কলাকাতার রিজিওনাল ডাইরেক্টোরেট ও রাজ নরেন্দ্রলাল খান মহিলা মহাবিদ্যালয় (অটোনোমাস)- এর যৌথ উদ্যোগে আয়োজিত আবাসিক সাতদিনের  এই এন এস এস রাষ্ট্রীয় একতা শিবিরে পশ্চিমবঙ্গ সহ ভারতের আঠারোটি রাজ্যের ২০০ জন স্বেচ্ছাসেবক ছাত্র-ছাত্রী ও অধ্যাপক-অধ্যাপিকা ও আধিকারিকরা যোগ দেবেন।

নিজস্ব চিত্র

ভারতের স্বাধীনতার পঁচাত্তর বছর উপলক্ষ্যে এবারের শিবিরের মূল থিম “আজদী কা অমৃত মহোৎসব”। বুধবার বিকেলে এই শিবিরের উদ্বোধন করবেন বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক শিবাজীপ্রতিম বসু। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পশ্চিম মেদিনীপুরের জেলা শাসক ডাঃ রশ্মি কমল।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জেলার পুলিশ সুপার দীনেশ কুমার। সম্মানীয় অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মেদিনীপুর পুরসভার চেয়ারম্যান সৌমেন খান, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্যগণ সহ অন্যান্য বিশিষ্ট জনেরা। সাতদিনের এই একতা শিবিরে পতাকা উত্তোলন,শোভাযাত্রা, আলোচনা সভা সহ নানা ক্রীড়া, সাংস্কৃতিক কর্মসূচি ও প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে ভারতের বিভিন্নতার মধ্য ঐক্য সুরকে পাথেয় করে।

আরও পড়ুনঃ বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে দুদিনের লিটল ম্যাগাজিন মেলা ও সাহিত্য সম্মেলন

এই কর্মসূচিকে কেন্দ্র করো গোটা মহিলা মহবিদ্যালয় জুড়ে সাজো সাজো রব। মঙ্গলবার বিকেলে এই উপলক্ষ্যে আয়োজিত এক সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন মহিলা কলেজের অধ্যক্ষা অধ্যাপিকা জয়শ্রী লাহা,এন এস এস-এর কলকাতার রিজিওনাল অফিসার বিনয় কুমার, এন এস এস এর প্রোগ্রাম অফিসার অধ্যাপিকা  দেবযানী মুখার্জি প্রমুখ। আয়োজকদের আশা তাঁরা সফল একটি শিবির উপহার দিতে পারবেন।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here