নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ
পশ্চিম মেদিনীপুর জেলা জুড়ে হাতির তাণ্ডব অব্যাহত রয়েছে। যার ফলে পশ্চিম মেদিনীপুর জেলার জঙ্গল নিকটস্থ গ্রাম গুলির বাসিন্দারা আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন ।পশ্চিম মেদিনীপুর জেলায় গড়বেতা এক ব্লকে শনিবার ভোরে প্রায় ৪৫ টি হাতি চলে আসে।
গড়বেতা এক ব্লকের আমলাগোড়া সহ বিভিন্ন এলাকায় গিয়ে আলু চাষের ব্যাপক ক্ষতি করছে হাতির দলটি। গড়বেতা এক ব্লকের অর্থকরী ফসল হল আলু চাষ। এই আলু চাষের উপর নির্ভর করে থাকেন এলাকার বাসিন্দারা। কিন্তু যেভাবে হাতির দল আচমকা চলে এসেছে তাতে আলু চাষের ব্যাপক ক্ষতির আশঙ্কা করছেন আলুচাষীরা। আমলাগোড়া এলাকার বাসিন্দারা বিষয়টি বন দফতর কে জানিয়েছেন।
আরও পড়ুনঃ সরস্বতী বনবস্তির কৃষিজমিতে হাতির হামলা
কিন্তু হাতির দলকে অন্যত্র তাড়ানোর জন্য বনদফতর কোনো ব্যবস্থা গ্রহণ করেনি বলে গ্রামবাসীরা জানান। যার ফলে আলু চাষীদের কপালে চিন্তার ভাঁজ পড়েছে। নতুন আলু নষ্ট হয়ে গেলে ব্যাপক ক্ষতির মুখে পড়বেন আলু চাষীরা, সংসার চালাবে কি করে তা নিয়ে চিন্তায় পড়েছেন আলু চাষীরা। ধার দেনা করে এবছর আলু চাষ করেছে ,আলুর ফলন ভালো হয়েছে, যখন আলু মাঠ থেকে তোলার সময় হয়েছে সেই সময় হাতির আগমনে আলু চাষীদের মাথায় হাত পড়েছে। বিঘার পর বিঘা জমির আলু নষ্ট করছে হাতির দল।
সেইসঙ্গে হাতির দল রবিবার ভোরে লোকালয়ে ঢুকে তাণ্ডব চালায়। তাই যেকোনো সময় প্রাণহানির আশঙ্কা করছেন এলাকার বাসিন্দারা। ওই এলাকার বাসিন্দারা দ্রুত হাতির দলকে অন্যত্র পাঠানোর জন্য বন দফতরের কাছে আবেদন করেছে । বন দফতরের পক্ষ থেকে ওই এলাকার গ্রামবাসীদের সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
আরও পড়ুনঃ শিলিগুড়িতে স্কুটি চুরির অভিযোগে ধৃত ২
সেই সঙ্গে যাদের আলু চাষের ক্ষতি হয়েছে তা খতিয়ে দেখে সেইসব চাষীদের ক্ষতিপূরণ দেওয়া হবে বলে বন দফতরের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয়েছে। তা সত্ত্বেও ওই এলাকার গ্রামবাসীরা হাতির হামলার আশঙ্কায় আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584