ফালাকাটায় জমির পাট্টা বিতরণ

0
71

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ারঃ

ভূমি ও ভূমি সংস্কার ও উদ্বাস্তু ত্রাণ ও পুনর্বাসন দফতরের পাট্টা বিতরণ হল ফালাকাটা কমিউনিটি হলে।

patta distribution program | newsfront.co
পাট্টা বিতরণ অনুষ্ঠানের মঞ্চ। নিজস্ব চিত্র

শুক্রবার ফালাকাটা পঞ্চায়েত সমিতি ও ফালাকাটা ব্লক প্রশাসনের উদ্যোগে একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে ফালাকাটার দেশ বন্ধু পাড়া ও সুকান্ত পল্লীর প্রায় ৬০ জন বাসিন্দাদের হাতে তাদের জমির পাট্টা তুলে দিলেন ফালাকাটা পঞ্চায়েত সমিতির সভাপতি সুরেশ লালা ও ফালাকাটার বিডিও সুপ্রতীক মজুমদার।

আরও পড়ুনঃ ফালাকাটায় আয়োজিত হল গ্রামীণ চিকিৎসকদের কর্মশালা

এছাড়াও উপস্থিত ছিলেন, ঋতব্রত বন্দোপাধ্যায়, দফতরের চেয়ারম্যান মৃদুল গোস্বামী প্রমুখ। এদিন ফালাকাটার বিডিও সুপ্রতীক মজুমদার বলেন, আজ দুটি এলাকার লোকেদের হাতে তাদের জমির পাট্টা দেওয়া হচ্ছে।

বাকিদের দেবার জন্য কাজ চলছে। ফালাকাটা পঞ্চায়েত সমিতির সভাপতি সুরেশ লালা বলেন, “আমাদের সরকার জনগণের সরকার। উন্নয়নের সরকার। ভূমি হীন দের জমির পাট্টা দেওয়া হল। আগামী দিনে এলাকার সকলকে জমির পাট্টা দেওয়া হবে।”

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here