নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ারঃ
ভূমি ও ভূমি সংস্কার ও উদ্বাস্তু ত্রাণ ও পুনর্বাসন দফতরের পাট্টা বিতরণ হল ফালাকাটা কমিউনিটি হলে।
শুক্রবার ফালাকাটা পঞ্চায়েত সমিতি ও ফালাকাটা ব্লক প্রশাসনের উদ্যোগে একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে ফালাকাটার দেশ বন্ধু পাড়া ও সুকান্ত পল্লীর প্রায় ৬০ জন বাসিন্দাদের হাতে তাদের জমির পাট্টা তুলে দিলেন ফালাকাটা পঞ্চায়েত সমিতির সভাপতি সুরেশ লালা ও ফালাকাটার বিডিও সুপ্রতীক মজুমদার।
আরও পড়ুনঃ ফালাকাটায় আয়োজিত হল গ্রামীণ চিকিৎসকদের কর্মশালা
এছাড়াও উপস্থিত ছিলেন, ঋতব্রত বন্দোপাধ্যায়, দফতরের চেয়ারম্যান মৃদুল গোস্বামী প্রমুখ। এদিন ফালাকাটার বিডিও সুপ্রতীক মজুমদার বলেন, আজ দুটি এলাকার লোকেদের হাতে তাদের জমির পাট্টা দেওয়া হচ্ছে।
বাকিদের দেবার জন্য কাজ চলছে। ফালাকাটা পঞ্চায়েত সমিতির সভাপতি সুরেশ লালা বলেন, “আমাদের সরকার জনগণের সরকার। উন্নয়নের সরকার। ভূমি হীন দের জমির পাট্টা দেওয়া হল। আগামী দিনে এলাকার সকলকে জমির পাট্টা দেওয়া হবে।”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584