জট কাটতেই অযোধ্যায় দ্বিগুণ হয়েছে জমির দাম

0
61

নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ

অযোধ্যায় রামজন্মভূমি নিয়ে যে জট তৈরি হয়েছিল, সুপ্রিম কোর্টের রায়ে তার নিষ্পত্তি হয়েছে। এরপরই অযোধ্যায় জমিকে কেন্দ্র করে তৈরি হওয়া সেই জট কাটতেই বাড়তে শুরু করেছে জমির দাম। লকডাউনের মধ্যেও এক মাসে দ্বিগুণের বেশি হয়েছে রামজন্মভূমি মাটির মূল্য।

Ayodhya | newsfront.co
ফাইল চিত্র

শীর্ষ আদালতের রায় দানের আগে মন্দির শহর অযোধ্যায় যেখানে এক বর্গফুটের দাম ছিল ৯০০ টাকারও কম সেখানে বর্তমানে তা বেড়ে হয়েছে দু’থেকে তিন হাজার টাকা। সম্প্রতি তীর্থভূমি অযোধ্যাকে ভারতের ভ্যাটিকান হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।

আরও পড়ুনঃ অধিকারের দ্বন্দ্বে শাহীনবাগ মামলার রায়দান সংরক্ষিত রাখল সুপ্রিম কোর্ট

সেইমতো অযোধ্যার পরিকাঠামো উন্নয়ন, একটি আন্তর্জাতিক বিমানবন্দর এবং একাধিক থ্রি স্টার হোটেল গড়ার কথা ঘোষণা করেছেন তিনি। আর তাতেই জমির চাহিদা এক ধাক্কায় অনেকটাই বেড়ে গিয়েছে। হু হু করে পুণ্যভূমির মাটির দাম বাড়তে শুরু করেছে।

আরও পড়ুনঃ একবিংশ শতাব্দীর ভারতে এই কৃষি বিল অত্যন্ত প্রয়োজনঃ মোদী

দশকের পর দশক ধরে রাজনীতির প্রাণকেন্দ্র হিসাবে পরিচিত থাকলেও, মন্দির শহর অযোধ্যায় উন্নয়নের ছিঁটেফোঁটা পর্যন্ত লাগেনি। এখানকার কাছাকাছি হোটেল রয়েছে ছয় কিলোমিটার দূরের ফৈজাবাদ শহরে। তেমন সুযোগ সুবিধা না থাকায় অযোধ্যার বাইরে জমির দাম ছিল আরও কম।

আরও পড়ুনঃ বিরোধীশূন্য রাজ্যসভায় বিল পাশ, অত্যাবশ্যকীয় পণ্যের তালিকা থেকে বাদ চাল-আলু-পেঁয়াজ

প্রতি বর্গফুটে ৩০০ থেকে ৪৫০ টাকা। এখন সেই জমির দামও বেড়ে হয়েছে হাজার থেকে দেড় হাজার টাকা। কিন্তু এই দামবৃদ্ধির সুযোগে যে সব জমিমালিক জমি বিক্রি করে মুনাফার কথা চিন্তা করেছেন, তা পড়েছেন বিপাকে।

কারণ এখন জমির দাম অত্যধিক বেড়ে যাওয়ায় জমি কেনার লোক পাওয়া যাচ্ছে না অযোধ্যায়। রামমন্দির তৈরির কাজ শুরু হতেই অযোধ্যার জমিগুলির দাম হয়েছে আকাশছোঁয়া, যা কেনার সাধ্য নেই আমজনতার। তাই এখন বেশি দামে জমি কিনতে চাইছেন না অনেকেই।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here