লকডাউন ধাক্কায় আমেরিকায় বেকার ২ কোটি ৫ লাখ মানুষ

0
40

সমর্পিতা বন্দোপাধ্যায়, ওয়েবডেস্কঃ

চারিদিকে করোনা প্রভাব এতটাই খারাপ হয়ে দাঁড়িয়েছে যে তার থেকে কবে নিস্তার পাবে তার ঠিক নেই কিন্তু এর পাশাপাশি একটাই প্রশ্ন উঠে আসছে যে করোনা থেকে মুক্তি মিললেও কি ভাতে মরতে হবে না মানুষকে?ইতিমধ্যেই প্রথম বিশ্বের দেশগুলির অর্থনৈতিক পরিকাঠামো কোমায় চলে যাচ্ছে ধীরে ধীরে। এরমধ্যে সবচেয়ে ভয়াবহ অবস্থা আমেরিকার। ইতিমধ্যে সেখানে কাজ হারাচ্ছেন লাখ লাখ মানুষ।

Unemployment rate | newsfront.co
গ্রাফিক্স চিত্র

আমেরিকায় ভয়াবহ মন্দা দেখা দিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তাদের দেশের প্রশাসনের শীর্ষ কর্মকর্তা বেকারত্বের হার নিয়ে আশঙ্কা প্রকাশ করেছেন। তিনি বলছেন যে ,” অর্থনীতিতে চরম মন্দা দেখা দেওয়ার পূর্বাভাস পাওয়া গেছে। লকডাউনের কারণে, গত এপ্রিলে বেকারত্বের হার উদ্বেগজনকভাবে বৃদ্ধি পায়। মে মাসে তা বেড়ে আরও শোচনীয় হয়ে ওঠে।আর এই ভাবে বেশি দিন চললে আমেরিকার অবস্থা খুবই খারাপ হয়ে যাবে।”

আরও পড়ুনঃ বৃহদাকার চিনা রকেট আছড়ে পড়ল পৃথিবীতে

ইতিমধ্যে সূত্রের খবর অনুসারে জানা যায় যে, আমেরিকার অর্থনৈতিক বাজারে ২ কোটি ৫ লাখ মানুষ চাকরি হারিয়েছেন। এতে ওই মাসে আমেরিকায় বেকারত্বের হার ১৪.৭ শতাংশে দাঁড়িয়েছে। যা আগামীদিনে আরো ভয়াবহ আকার নেবে বলে মনে করছেন অনেকেই।

এ পর্যন্ত যাঁরা বেকার ভাতার আবেদন করেছিলেন সেই হিসাবেই প্রকাশিত প্রতিবেদনে এর আগের সংখ্যা এসেছে,কিন্তু যারা আবেদন করেনি তাদের সংখ্যা যদি গণনা করা হয়ে তাহলে বেকার এর সংখ্যা বাড়বে তা বলাই যায় ।

আরও পড়ুনঃ আক্রান্তের সংখ্যায় ইটালি-ইংল্যান্ডকে অতিক্রম করল রাশিয়া

এদিন আমেরিকার এক সংবাদ মাধ্যমে সাক্ষাৎকার নেওয়া হয়েছিল স্টিভ মনোচিন এর তাঁকে প্রশ্ন করা হয় এই যে , আমরা কি ২৫ শতাংশ বেকারত্বের দিকে এগোচ্ছি? বেকারত্ব এ হারের কাছাকাছি উঠে গেলে দেশের অর্থনীতিতে ‘গ্রেট ডিপ্রেশন’ শুরু হয়েছে ধরে নেওয়া হয়। প্রশ্নটির উত্তরে তিনি বলেন যে, “হতেই পারে। আগামী মাসগুলোতে বেকারদের সংখ্যা আরও বেড়ে যাওয়ার আশঙ্কা করছে প্রশাসন।”

স্টিভেন মনোচিন বলেন, ‘গ্রেট ডিপ্রেশন আসে অর্থনৈতিক সমস্যার কারণে। কিন্তু এখানে আমরা অর্থনীতিকে বন্ধ করেছি। এ কারণেই এখানে আমরা বিস্মিত হচ্ছি না। অর্থনীতি বন্ধ করলে তো এ হওয়ারই কথা। আমেরিকার অর্ধেক মানুষ তাদের কর্মকাণ্ড বন্ধ করে দিয়েছে।’ট্রাম্পের প্রধান অর্থনৈতিক উপদেষ্টা কেভিন হ্যাসেট বলেছেন যে, “মে মাসের রিপোর্টে বেকারত্বের হার সম্ভবত ২০ শতাংশের কাছাকাছি চলে যেতে পারে।”

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here