সজিবুল ইসলাম, মুর্শিদাবাদঃ
পুরাতন জমি বিবাদকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষের জেরে উত্তপ্ত হয়ে উঠলো মুর্শিদাবাদ জেলার সামসেরগঞ্জের কাকুরিয়া। শনিবার মধ্য রাতে ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায়। সংঘর্ষে ইট পাটকেল, লাঠি- হাসুয়ার পাশাপাশি বিস্তর বোমাবাজি করারও অভিযোগ উঠেছে। ঘটনায় আহত হয়েছেন এক ব্যক্তি। স্থানীয়রা থানায় খবর দিলে সেই রাতেই ঘটনাস্থলে পৌঁছায় সামসেরগঞ্জ থানার বিশাল পুলিশ বাহিনী। বেশ কিছুক্ষণ পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
আরও পড়ুনঃ মুর্শিদাবাদের ফতেপুর মোড়ে দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষে আহত ৭
আহত ব্যক্তিকে উদ্ধার করে প্রথমে অনুপনগর হাসপাতালে ভর্তি করা হলেও শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে জঙ্গিপুর মহুকুমা হাসপাতালে রেফার করা হয়। আপাতত নিয়ন্ত্রণে রয়েছে পরিস্থিতি। উল্লেখ করা যেতে পারে, এর আগেও একই জমি সংক্রান্ত বিবাদকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় কাকুরিয়া এলাকায়। শনিবার রাতে ফের একবার পুরাতন জমি বিবাদকে কেন্দ্র করে উত্তেজনার ঘটনায় এলাকায় রীতিমতো আতঙ্ক ছড়িয়েছে। পুরো বিষয়টি খতিয়ে দেখছে সামসেরগঞ্জ থানার পুলিশ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584