মুখ্যমন্ত্রীকে সমস্যার কথা জানাল পাট্টাহীন জমির মালিকরা

0
38

মনিরুল হক, কোচবিহারঃ

রাসমেলা দেখতে সোমবার বিকেলে কোচবিহারে এসেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সন্ধ্যায় মদনমোহন মন্দিরে পূজা দিয়ে সার্কিট হাউসে রাত্রিযাপন করেন মুখ্যমন্ত্রী। সার্কিট হাউস থেকে বেড়িয়ে স্টেডিয়ামের দিকে যাওয়ার সময় কোচবিহার হাসপাতালের সামনে দাঁড়িয়ে থাকা সাধারণ মানুষের সাথে কথা বললেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।

Landlords told to the CM about there problems
সাধারণ মানুষের সাথে কথা বলছেন মুখ্যমন্ত্রী। নিজস্ব চিত্র

জানা গিয়েছে, এই এলাকায় প্রায় ৬০টি পরিবারের বাস। বহুদিন ধরে এখানে বসবাস করা সত্ত্বেও তাদের জমির কোনো ঠিকানা নেই। গতবার মুখ্যমন্ত্রী কোচবিহার এসে তাদের সাথে কথা বলেছিলেন। সেইসময় সেখানাকার মানুষ তাদের সমস্যার কথা জানান এবং মুখ্যমন্ত্রী সমস্যা সমাধানের আশ্বাস দেন।

এদিন ওই বাসিন্দারা জানান, গত একবছর ধরে কাজ চললেও এখন কাজ শেষ হয়নি। মুখ্যমন্ত্রী যত তাড়াতাড়ি সম্ভব সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here