ধানী জমি দখল করে ‘কর্মতীর্থ’, আত্মহত্যার হুঁশিয়ারি জমির দাবিদারদের

0
131

পিয়া গুপ্তা, উত্তর দিনাজপুরঃ

সরকারি ভাবে পাট্টা দেওয়া জমি দখল করে কর্মতীর্থ তৈরির প্রশাসনিক সিদ্ধান্তে চাঞ্চল্য ছড়াল হেমতাবাদের দুধুন্ডা এলাকায়।

landlords warns for suicide
মুখোমুখি।নিজস্ব চিত্র

জমির মালিকদের অভিযোগ প্রশাসন জোর করে ৪৭ শতক জমির দখল নিতে চাইছে। শনিবার প্রশাসনিক কর্তারা বিরাট পুলিশ বাহিনী জমির দখল নিতে গেলে বাঁধা দেয় জমির মালিকেরা। জমির দখল নিলে আত্মহত্যার হুঁশিয়ারি দিয়েছেন তারা।

landlords warns for suicide
সরকারি পাট্টা প্রাপক জমির মালিক।নিজস্ব চিত্র

উল্লেখ্য, হেমতাবাদের দুধুন্ডা এলাকায় রায়গঞ্জ বালুরঘাট রাজ্য সড়কের ধারে কর্মতীর্থ মার্কেট তৈরির পরিকল্পনা করেছে প্রশাসন। গত মাসে সেই জমি চিহ্নিত করে কর্মতীর্থর বোর্ড লাগিয়ে দেয় প্রশাসন। কয়েকদিন আগে নির্মান সংস্থা চিহ্নিত জমিতে মাটি ভরাট করতে গেলে কাজে বাঁধা দেয় পাট্টা প্রাপক পরিবার। উপড়ে ফেলা হয় সরকারি বোর্ড ও খুঁটি। শনিবার হেমতাবাদের বিডিও পৃথ্বীশ দাস সহ অন্যান্য প্রশাসনিক কর্তারা বিশাল পুলিশ বাহিনী ও র‍্যাফ নিয়ে পৌঁছান এলাকায়। জমি দখলের আশংকায় জমির সামনে দাঁড়িয়ে পড়েন জমির মালিকেরা। কান্নায় ভেঙে পড়েন পরিবারের মহিলারা।

landlords warns for suicide
নিজস্ব চিত্র

পাট্টা প্রাপক পরিবারের অভিযোগ, প্রশাসন জোর করে জমি দখল করার চেষ্টা করছে। ১৯৮৪ সালে এই জমি কফিন মহাম্মদকে পাট্টা দেওয়া হয়েছিল। পাট্টা কাগজ তাদের কাছে আছে। কফিন মহাম্মদের মৃত্যুর পর তার পরিবার ওই জমিতে চাষাবাদ করে। কিন্তু প্রশাসন জোর করে ধানী জমি দখল করতে চাইছে। জমির দখল নিতে গেলে আত্মহত্যার হুঁশিয়ারি দিয়েছেন তারা।

landlords warns for suicide
নিজস্ব চিত্র

অন্যদিকে দুধুন্ডা অলোকতীর্থ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আক্তার হোসেন বলেন,” এই জমিটি স্কুলের খেলার মাঠ হিসাবে রেকর্ড করা রয়েছে। আজ জমিটির দখল নিতে আসলে আমরা প্রতিবাদ করি। প্রশাসনের কাছে আগেই লিখিত ভাবে বিষয়টি জানিয়েছি আমরা। আজ স্কুলে এসে প্রশাসনিক কর্তারা আমাদের সঙ্গে বৈঠক করেছেন। আমরা আমাদের আপত্তির কথা জানিয়েছি। ওনারা বিষয়টি খতিয়ে দেখবেন বলে আশ্বস্ত করেছেন।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here