পিয়া গুপ্তা,উত্তর দিনাজপুরঃ
ইসলামপুর বাইপাসে স্বেচ্ছায় জমি দাতারা ন্যায্য মূল্য না পাওয়ায় ক্ষতিগ্রস্ত কৃষকরা পাঁচ দফা দাবিতে ইসলামপুর মহকুমা শাসকের দপ্তরের সামনে আজ থেকে অবস্থান বিক্ষোভ শুরু করল।
চাকুলিয়ার ফরয়ার্ড ব্লক বিধায়ক আলী ইমরান রামজের নেতৃত্বে কৃষকদের এই বিক্ষোভ আন্দোলন চলছে।
বিধায়কের অভিযোগ, সরকার জমি দখল নেওয়ার একবছর পেরিয়ে গেলেও প্রশাসন যেসব প্রতিশ্রুতি দিয়েছিল তা আজ পর্যন্তও পূরন করতে পারেনি। প্রশাসনের প্রতিশ্রুতি পূরন না করার প্রতিবাদে অনির্দিষ্টকালের জন্য ইসলামপুর মহকুমা শাসকের দপ্তরের সামনে অবস্থান বিক্ষোভ শুরু করলেন ক্ষতিগ্রস্ত কৃষকেরা।
আরও পড়ুন: অপরিকল্পিত প্রাথমিক শিক্ষক বদলির বিরুদ্ধে অবস্থান বিক্ষোভ
চাকুলিয়ার বিধায়ক আরও বলেন,ক্ষতিগ্রস্ত জমিদাতাদের দাবি মানা না হলে আগামীতে আরও বৃহত্তর আন্দোলনের পথে যাবেন তারা।পুলিশ যদি তাদেরকে এখান থেকে উঠিয়েও দেয় তাহলে তারা রাস্তায় বসবেন।সেখান থেকেও উঠিয়ে দিলে অন্য জায়গায় বসে এই আন্দোলনকে চালিয়ে যাবেন তারা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584