সিমা পুরকাইত, দক্ষিণ ২৪ পরগণাঃ
হুগলি নদীর তীরে জাতীয় সড়কে ফের ধস নামল। ঘটনাটি ঘটেছে ডায়মন্ড হারবার থানার পোর্টট্রাস্ট এলাকায়। ভাঙনের জেরে বন্ধ হয়ে গেছে যান চলাচল। এই ঘটনার ছবি তুলতে গেলে সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের বাধা দেওয়া হয়।
প্রসঙ্গত উল্লেখ্য, ২০১৮ সালের ৭ ডিসেম্বর হুগলি নদীর তীরে সৌন্দর্যায়ন কর্মসূচির শিলান্যাস করেন যুব তৃণমূল নেতা তথা ডায়মন্ড হারবারের সংসদ অভিষেক ব্যানার্জি। এই শিলান্যাসের পর কাজ চলাকালীন দুইবার ভাঙন দেখা দেয়। ভাঙনের কারনে কাজ বন্ধ থাকার পর পুনরায় কাজ শুরু হলে আবার নামে ধস।
আরও পড়ুনঃ চিকিৎসকদের পজিটিভ, বন্ধ শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতাল
ধসের কারনে জাতীয় সড়ক বন্ধ থাকায় কাকদ্বীপ নামখানা, রায়দিঘি, সাগরদ্বীপে যাতায়াত নিয়ে সমস্যা দেখা দিয়েছে। ঘটনাস্থল পরিদর্শনে আসেন মহকুমা শাসক, মহকুমা পুলিশ আধিকারিক এবং পিডাব্লুডি-র আধিকারিকরা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584