কার্শিয়াঙে একটানা বৃষ্টিতে ধস জাতীয় সড়কে, বন্ধ শিলিগুড়ি দার্জিলিং যান চলাচল

0
90

নিজস্ব সংবাদদাতা, দার্জিলিংঃ

ফের ধস নামল উত্তরবঙ্গে। বন্ধ যান চলাচল। রাতভর ভারী বৃষ্টির জেরে ভয়াবহ ধসে তলিয়ে গেল কার্শিয়াঙের কাছে তিনধারিয়ার ৫৫ নম্বর জাতীয় সড়কের একাংশ। ধস নামার ফলে শিলিগুড়ি দার্জিলিঙের মধ্যে বিচ্ছিন্ন যোগাযোগ ব্যবস্থা। দুর্ভোগের শিকার ওই এলাকার বাসিন্দারা।

kurseong Landslide | newsfront.co
ছবি: সংগৃহীত

যদিও ওই এলাকায় ধস নামা নতুন কিছু নয়। ২০১১ সাল থেকে একাধিকবার ধসের কবলে পড়েছে এই ৫৫ নম্বর জাতীয় সড়ক। ক্ষতিগ্রস্ত টয়ট্রেনের লাইনও। আবহাওয়া দফতর জানিয়েছে, উত্তরবঙ্গে আপাতত বৃষ্টি চলবে। বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, কালিম্পং এবং আলিপুরদুয়ারে।

আরও পড়ুনঃ ৪২ বার রিপোর্ট পজিটিভ! দীর্ঘ দশ মাস লড়াইয়ের পর সুস্থ ব্রিটেন বৃদ্ধ

উল্লেখ্য এই রাস্তা ধরে মূলত সুকনা থেকে তিনধারিয়া হয়ে কার্শিয়াং যাওয়া যায়। ধসের জেরে তলিয়ে গেছে প্রায় ১০০ মিটার রাস্তা। তবে আশেপাশে থাকা ঘরবাড়ির তেমন ক্ষয়ক্ষতি হয়নি। এছাড়া প্রাণহানির খবরও মেলেনি।ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছেন স্থানীয় প্রশাসনের আধিকারিকরা। যুদ্ধকালীন তৎপরতায় চলেছে মেরামতির কাজ তবে বর্ষার জেরে ব্যাহত হচ্ছে। তবে রোহিণী এবং মিরিক হয়ে দার্জিলিং যাওয়ার রাস্তা স্বাভাবিক রয়েছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here