নিজস্ব সংবাদদাতা, উত্তর দিনাজপুরঃ
লকডাউনের মধ্যে অসমের শিলচরে ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা জানাতে ভারত – বাংলাদেশের লেখক, শিল্পী ও কলাকুশলীরা মিলে অনলাইনের মাধ্যমে দিনভর সাহিত্য ও সংস্কৃতিকে সামনে রেখে ব্যতিক্রমী কর্মসূচি পালন করলেন। উত্তর দিনাজপুর জেলার ইসলামপুরের সৃজন সাহিত্য আসরের উদ্যোগে এদিনের এই কর্মসূচি রীতিমতো সার্থক হয়েছে বলে দাবি উদ্যোক্তাদের।
ভাষা শহিদ সুনীল সরকারের পরিবারের পক্ষে বিশ্বজিৎ বসু অসমের শিলচর থেকেই এই উৎসবের উদ্বোধন করেন। ছত্রিশগড় থেকে এই অনুষ্ঠানের প্রধান অতিথি তথা ছত্রিশগড় হাইকোর্টের আইনজীবী আরতী চন্দ শোনান বরাক ভূমের কথা। বিশেষ অতিথি ত্রিপুরার অপাংশু দেবনাথ এবং বিহারের আশিস ঘোষ কবিতা পাঠের মাধ্যমে অনুষ্ঠানকে বাড়তি মাত্রা দান করেন। ভারতের নানা প্রান্ত থেকে বাংলা ভাষার সৃজনশীল ব্যক্তিরা অংশ নেন। অন্যদিকে বাংলাদেশের নৃত্য শিল্পী জিনিয়া জোৎস্না অনলাইনেই বিষয় ভিত্তিক নৃত্য পরিবেশন করেন।
আরও পড়ুনঃ পরিযায়ী শ্রমিকদের অধিকার কেড়ে নেওয়ার অভিযোগ, আন্দোলনে এসইউসিআই
সৃজন সাহিত্য আসরের সম্পাদক সুশান্ত নন্দী বলেন, ‘অনলাইনেও দুই দেশের লেখক শিল্পী ও কলাকুশলীদের এক জায়গায় এসে ভাষা শহিদদের শ্রদ্ধা জানিয়েছেন। সারাদিন ব্যপী অনুষ্ঠান করা হয়েছে। তাতে রীতিমত মুগ্ধ অনলাইনের দর্শকরা। ঘরে বসেই যাতে বাঙালি ভাষা শহিদদের নিয়ে অনুষ্ঠান দেখতে পান এবং শ্রদ্ধা জ্ঞাপন করতে পারেন তার জন্যই এই ব্যবস্থা এই সংকটের মুহূর্তে।’
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584