নিজস্ব সংবাদদাতা,আলিপুরদুয়ারঃ
নিয়ন্ত্রণ হারিয়ে জাতীয় সড়ক থেকে ধান ক্ষেতে উল্টে পড়ল একটি ভিন রাজ্যের লরি। শনিবার বিকেল সাড়ে তিনটা নাগাদ ঘটনাটি ঘটেছে কুমারগ্রাম ব্লকের তেলিপাড়া এলাকায়।
জানা গিয়েছে, ভিন রাজ্যের খালি লরিটি ৩১ নম্বর সি জাতীয় সড়ক ধরে বারবিশার দিক থেকে আলিপুরদুয়ারের দিকে যাচ্ছিল। ঘোড়ামারা চৌপথী থেকে একটু দূরে পূর্ব দিকে তেলিপাড়া এলাকায় আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে লরিটি ডিভাইডার পার করে বারবিশাগামী রাস্তায় চলে আসে।এরপর লরিটি রাস্তার পাশে থাকা রেলিং ভেঙে পাশের ধান ক্ষেতে উল্টে যায়।
ঘটনায় কেউ আহত হয়নি।কামাখ্যাগুড়ি পুলিশ ফাঁড়ির ওসি আকিব হুসেন খান বলেন, ঘটনায় কোনো হতাহতের খবর নেই। কোনো ক্ষয়ক্ষতিও হয়নি।গাড়িটি কেন উল্টে গেল সেটা তদন্ত করে দেখা হচ্ছে।
আরও পড়ুনঃ পঞ্চায়েত উপ-প্রধানের বাড়িতে আগুন লাগানোর অভিযোগ বিধায়কের বিরুদ্ধে
নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584