স্পোর্টস ডেস্কঃ-
বাংলাদেশের বিরুদ্ধে রুদ্ধশ্বাস ম্যাচে শেষ বলে জয় তুলে নিয়ে এশিয়া কাপ চ্যাম্পিয়ন হলো ভারত।
প্রথমে ব্যাট করতে নেমে ৪৮ ওভার ৩ বলে ২২২ রানে অলআউট হয়ে যায় বাংলাদেশ। অথচ ইনিংসের শুরুটা হয়েছিল দারুন। কিন্তু ভারতীয় স্পিনারদের দুর্দান্ত বোলিং বাংলাদেশের মিডল অর্ডারের ধ্বস নামে। ভারতের হয়ে কুলদীপ যাদব তিনটি ও কেদার যাদব দুটি উইকেট তুলে নেন। বাংলাদেশের হয়ে ওপেনার লিটন দাস সেঞ্চুরি(১২১) করেন।
জবাবে ব্যাট করতে নেমে ভারত প্রথম দিকেই শিখর ধাওয়ান(১৫) আম্বাতি রাইডুর(২) উইকেট হারায়। তারপর ছোট ছোট পার্টনারশিপ হলেও প্রায় নিয়মিতই উইকেট হারাতে থাকে ইন্ডিয়া। শেষ পর্যন্ত ৬বলে ৬রান করতে হবে এই অবস্থায় শেষ বলে জয় তুলে নেয় ভারত। ভারতের ওয়ে ক্যাপটেন রোহিত শর্মা ৪৮, দিনেশ কার্তিক ৩৭, ধোনির ৩৬, জাদেজা২৩, ভুবনেশ্বর কুমার ২৩ ও কেদার যাদব ২৩ রান করে করেন। বাংলাদেশের হয়ে দুর্দান্ত বোলিং করেন আর হোসেন ও এম রহমান দুজনের দুটি করে উইকেট তুলে নেন। তবে আরেকটুর জন্য ভারতের জয় আটকাতে পারলেন না। এশিয়া কাপ চ্যম্পিয়ান হল ভারত।(ছবি-টুইটার)
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584